মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলির সহযোগী রাজারাম রেগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে, মেসেজ পাঠিয়ে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু অভিষেকের পক্ষ থেকে কোনও উত্তর মেলেনি। তাই তাঁর পিএকে ফোন করা হয়। রাজারামের মোবাইল ঘেঁটে এই তথ্য মিলেছে বলে লালবাজার সূত্রে খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসে রেইকি করে ধৃত রাজারাম রেগে এখনও তদন্তে অসহযোগিতা করছে বলে অভিযোগ। কোনও প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না সে বলে তদন্ত প্রক্রিয়া ধাক্কা খাচ্ছে।
এদিকে লোকসভা নির্বাচনের আগে দেখা করতে চাওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ লেগেছে পুলিশের। তাহলে কি এই সাক্ষাতের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল? উঠছে প্রশ্ন। আর তার উত্তর দিতে চাইছে না রাজারাম। লালবাজার সূত্রে খবর, কোনও প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না রাজারাম। কোন উদ্দেশ্য নিয়ে কলকাতায় এসেছিল? কেন রেকি করেছিল? উত্তর দিচ্ছে না রাজারাম। বরং যেটুকু বলছে তদন্তে নেমে দেখা যাচ্ছে তা বিভ্রান্তিকর। নির্দিষ্ট তথ্য সম্পর্কে পুলিশ জানতে চাইলে শুধু সেটুকুর উত্তর দিচ্ছে। রাজারাম নিজের মোবাইল থেকে প্রচুর তথ্য এবং ছবি মুছে দিয়েছে বলে অভিযোগ। যা উদ্ধার করতে নেমেছে ফরেনসিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ‘বড় ভুলটা আমি করেছিলাম, বদলা নয়, বদল চাই বলে’, আক্রমণ চরমে তুললেন মমতা
অন্যদিকে মুম্বইয়ের ২৬/১১ হামলার অন্যতম মাস্টারমাইন্ড লস্কর জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে যোগাযোগ ছিল রাজারামের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি–অফিস রেইকি করার ঘটনায় মামলা দায়ের করে পুলিশ। গত সোমবার মুম্বই থেকে গ্রেফতার করা হয় রাজারামকে। এখন সে পুলিশ হেফাজতে রয়েছে। এক সঙ্গীকে নিয়ে অভিষেকের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা ছিল রাজারামের। সেই সঙ্গীটি কে? সেটাই জানার চেষ্টা করছেন এসটিএফের গোয়েন্দারা। যে অ্যাপ ক্যাব ভাড়া করে কলকাতা বিমানবন্দর থেকে নিউ মার্কেটের হোটেলে এসেছিল রাজারাম সেটি চিহ্নিত করা হয়েছে। চালকের বয়ান রেকর্ড করা হয়েছে।
এছাড়া তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, কলকাতায় রাজারাম দু’দিনের সফরে চারজনের সঙ্গে যোগাযোগ ও দেখা করেছিল। বুধবার তাঁদের লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ ওই চারজনের নাম প্রকাশ করতে চাইছে না। তবে আবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। অভিযুক্ত রাজারামের ২২ তারিখ পর্যন্ত হোটেলে বুকিং ছিল। কিন্ত ২০ তারিখ তড়িঘড়ি কলকাতা ছাড়ে সে। হেডলির সহযোগী কেন আগে কলকাতা ছাড়ল? এই নিয়ে রাজারামকে জিজ্ঞাসা করা হলে সে প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে।