বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Digital Bank In Country: ডিজিটাল ব্যাঙ্কের তালিকাতেও ডবল ইঞ্জিন রাজ্য, বঞ্চনার শিকার বাংলা

Digital Bank In Country: ডিজিটাল ব্যাঙ্কের তালিকাতেও ডবল ইঞ্জিন রাজ্য, বঞ্চনার শিকার বাংলা

ডিজিটাল ব্যাঙ্ক (ANI Photo) (Saikat Paul)

ডিজিটাল ব্যাঙ্কের মাধ্যমে আগামী দিনে শুধুই ব্যাঙ্কিং সংক্রান্ত লেনদেন নয়, ঋণ সংক্রান্ত যাবতীয় কাজও করা হবে। দেশ–বিদেশের শিল্পলগ্নির ক্ষেত্রে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলায় মাত্র দু’টি এমন ব্যাঙ্ক স্থাপন করার সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যের শিল্পায়ন প্রক্রিয়া অসুবিধার মুখে পড়বে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর স্বপ্ন ফেরি করেছিলেন ‘‌ডিজিটাল ইন্ডিয়া’‌র। সুতরাং গোটা দেশকে সবদিক দিয়ে প্রযুক্তি–নির্ভর করা হবে। আবার তিনিই ঘোষণা করেছিলেন, ভারত ক্রমেই ডিজিটাল পথে অগ্রসর হচ্ছে। সাধারণ মানুষের আর্থিক লেনদেনের সঙ্গে সবথেকে বেশি যে সেক্টরের সংযোগ, সেটি হল ব্যাঙ্ক। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, ভারতের ভবিষ্যৎ ডিজিটাল ব্যাঙ্কিং। এবার সেখানেও বঞ্চনার শিকার হল বাংলা বলে অভিযোগ।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ দেশের ব্যাঙ্কের চিরাচরিত শাখার পরিবর্তে এবার থেকে নতুন করে স্থাপন করা হবে ডিজিটাল ব্যাঙ্কের শাখা। এমনকী গোটা দেশে এমন মোট ৭৫টি ইউনিট স্থাপন করার কাজ চলছে। সেখানে কোন রাজ্যে কতগুলি ডিজিটাল ব্যাঙ্ক স্থাপন করা হবে তার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বিস্ময়কর হল, জনসংখ্যা অনুযায়ী রাজ্যগুলিকে ডিজিটাল ব্যাঙ্ক প্রদানের পদ্ধতি তালিকায় অনুসরণ করা হয়নি। আর সেই কারণে বৈষম্যের শিকার হয়েছে পশ্চিমবঙ্গ। অথচ ডবল ইঞ্জিন রাজ্যগুলি ওই তালিকায় ঢুকে পড়েছে। তাই উঠেছে বৈষম্যের অভিযোগ।

কেমন বঞ্চনার শিকার বাংলা?‌ প্রাথমিক পর্বে রাজ্যে মাত্র দুটি ডিজিটাল ব্যাঙ্ক স্থাপন করা হবে। একটি উত্তর ২৪ পরগনায়, অন্যটি দক্ষিণ ২৪ পরগনাতে। সেখানে ছোট রাজ্য ত্রিপুরাতেও হবে দুটি এমন ব্যাঙ্ক। এছাড়া অসম, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, নাগল্যান্ডও দুটি করে ডিজিটাল ব্যাঙ্ক পাচ্ছে। অর্থাৎ এইসব স্বল্প জনসংখ্যার রাজ্যগুলির সঙ্গে একাসনে থাকল বাংলা। অথচ বাংলা এবং বিহার মিলিয়ে জনসংখ্যা ২০ কোটির বেশি। বিহারও পেয়েছে দুটি ডিজিটাল ব্যাঙ্ক।

কারা বেশি ডিজিটাল ব্যাঙ্ক পেল?‌ তবে তথ্য বলছে—কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাতের মতো রাজ্যগুলিতে তিন থেকে চারটি করে ডিজিটাল ব্যাঙ্ক স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল ব্যাঙ্কের মাধ্যমে আগামী দিনে শুধুই ব্যাঙ্কিং সংক্রান্ত লেনদেন নয়, ঋণ সংক্রান্ত যাবতীয় কাজও করা হবে। আর কাগজপত্র জমা করতে হবে না। তাৎপর্যপূর্ণ বিষয় হল, দেশ–বিদেশের শিল্পলগ্নির ক্ষেত্রে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বাংলায় মাত্র দু’টি এমন ব্যাঙ্ক স্থাপন করার সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যের শিল্পায়ন প্রক্রিয়া অসুবিধার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest IPL News

'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে হুঙ্কার স্টার্কের IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.