ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে আইপিএল যে শুধুমাত্র ব্যবসা নয়, সেটা বরাবর বোঝা যায় শহরুখ খানের আচরণে। যখন ক্রিকেট নিয়ে বিশেষ জ্ঞান ছিল না, ব্যবসায়িক ভিত্তির উপর নির্ভর করেই সম্ভবত আইপিএলে দল কিনেছিলেন। তবে বছরের পর বছর দলের খেলোয়াড়দের সঙ্গে একাত্ম হয়ে যাওয়াটাই শেষমেশ পরম তৃপ্তি দেয় কিং খানকে। সেই কারণেই শত কাজের ফাঁকে সময় বার করে দলের ক্রিকেটারদের উদ্দীপ্ত করতে চলে আসেন মাঠে।
স্টার স্পোর্টসের সাক্ষাৎকারে শাহরুখ খুশি প্রকাশ করেন একদা কেকেআরের জার্সিতে মাঠে নামা বহু ক্রিকেটার এখন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করায়। সঙ্গে তিনি এই ইচ্ছাও প্রকাশ করেন যে, কোনও দিন রিঙ্কুকে জাতীয় দলে পাকাপাকি প্রতিষ্ঠা পেতে দেখলে তিনি ভীষণ খুশি হবেন।
এসআরকে এটাও স্পষ্ট জানান যে, তরুণ ক্রিকেটারদের একটা মঞ্চ উপহার দিতে পারেন, এই বিষয়টাই তাঁকে সব থেকে বেশি খুশি করে। কেবলমাত্র সেই জন্যই তিনি আইপিএলে সঙ্গে জড়িয়ে থাকতে পছন্দ করেন। একটা সময় কোটি কোটি মানুষের মধ্য থেকে গুটিকয়েক ক্রিকেটার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতেন। আইপিএল আসার পরে এখন আরও অনেকে দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন:- Andre Russell Gets Angry: বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- ভিডিয়ো
শাহরুখ বলেন, ‘আমাদের দলে দারুণ কিছু তরুণ ক্রিকেটার রয়েছে। সঞ্জু স্যামসন, মহম্মদ শামি, ইকবাল, কুলদীপ, এনেক ক্রিকেটার রয়েছে, যারা আমাদের হয়ে যাত্রা শুরু করেছিল। আমার কাছে সব থেকে বড় বিষয় হল তরুণ ছেলেদের সুযোগ করে দিতে পারা, শেষমেশ যাতে তারা সেটাই হয়ে উঠতে পারে, যেটা হওয়া তাদের ভাগ্যে রয়েছে। আমার তো অনেকের নাম মনেও নেই। তবে এমন অনেক ক্রিকেটার রয়েছে, যারা একদা আমাদের দলে খেলেছে এবং একসময় ভারতের দুর্দান্ত ক্রিকেটারে পরিণত হয়েছে।’
শাহরুখ অবশ্য আশাবাদী যে, রিঙ্কু সিংও একসময় সেই তালিকায় নাম লেখাবেন। তিনি বলেন, ‘তবে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগবে রিঙ্কু সেই জায়গায় পৌঁছে গেলে।’
উল্লেখ্য, শাহরুখ খান শুধু নিজের দলের ক্রিকেটারদের আগলে রাখেন এমনটা নয় মোটেও। কেকেআর জিতল কী হারল, সেই বিষয়কে গুরুত্ব না দিয়ে তিনি ম্যাচের শেষে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদেরও উদ্দীপ্ত করেন। কুশল সংবাদ নেন প্রত্যেকের। বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও আলাপচারিতা সারতে দেখা যায় কিং খানকে। সেই কারণেই শাহরুখ প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের কাছেও অত্যন্ত প্রিয়।