বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bus Accident in Midnapore: শনির দশা! বালাসোরের রেল দুর্ঘটনা থেকে বেঁচে বাড়ি ফেরার পথে ফের দুর্ঘটনা

Bus Accident in Midnapore: শনির দশা! বালাসোরের রেল দুর্ঘটনা থেকে বেঁচে বাড়ি ফেরার পথে ফের দুর্ঘটনা

মেদিনীপুরে বাস দুর্ঘটনা

নবান্নের তরফে জানানো হয়, ওড়িশার রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৫৪৪ জন আহত হয়েছেন। ওড়িশার হাসপাতালে ভরতি আছেন পশ্চিমবঙ্গের ২৫ জন। পশ্চিমবঙ্গের হাসপাতালে ভরতি আছেন ১১ জন।

বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় বাংলার প্রায় ৩০ জন মারা গিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের কয়েকশো য্ত্রী সেই দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করা হয় রাজ্য সরকারের তরফে। এই আবহে একটি বেসরকরি বাসে করে কয়েকজন রেলযাত্রীকে রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছিল। সেই বেসরকারি বাসই দুর্ঘটনার কবলে পড়ে শনিবার। মেদিনীপুরের কাছে সেই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় থানার পুলিশ পৌঁছায় সেখানে। যাত্রীদের বাস থেকে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়।

রিপোর্ট থেকে জানা গিয়েছে, বাসে থাকা যাত্রীদের মধ্যে কেউই গুরুতর ভাবে আহত হননি। তবে অনেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এমন ভয়াবহ দুর্ঘটনার জেরে এমনিতেই মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলেন যাত্রীরা। তারই মধ্যে বাড়ি ফেরার পথে ফের বাস দুর্ঘটনার কবলে পড়ায় অনেকেই আরও ভেঙে পড়েছেন। এদিকে রেল দুর্ঘটনার কবলে পড়া পশ্চিমবঙ্গবাসীদের জন্য রাজ্য সরকার প্রায় ৪০ জন চিকিৎসক পাঠিয়েছিল বালাসোরে। সঙ্গে ৭০টি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছিল। নবান্নের তরফে জানানো হয়, ওড়িশার রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৫৪৪ জন আহত হয়েছেন। ওড়িশার হাসপাতালে ভরতি আছেন পশ্চিমবঙ্গের ২৫ জন। পশ্চিমবঙ্গের হাসপাতালে ভরতি আছেন ১১ জন।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। এই সময় উলটো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলিতে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে ১২৮৪১ আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। এর জেরে সেই ট্রেনের বি২, বি৩, বি৪, বি৫, বি৬, বি৭, বি৮, বি৯, এ১ এবং এ২ কোচ উলটে যায়। এছাড়া ট্রেনের ইঞ্জিন এবং বি১ কোচটি লাইন থেকে ছিটকে যায়। এই দুর্ঘটনার জেরে যশবন্তপুর হামসফর এক্সপ্রেসেরও বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কবলে পড়া দু'টি যাত্রীবাহী ট্রেনের একটি ট্রেন শালিমার থেকে ছেড়ে গিয়েছিল, অপরটি হাওড়ায় আসছিল। এই আবহে অনেক পশ্চিমবঙ্গবাসী এই দুর্ঘটনার কবলে পড়েন।

বন্ধ করুন