বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'আর্থিক অনটন শিক্ষকদের' সরকারি নিয়ম ‌উড়িয়ে ঠাসাঠাসি করে চলছে স্কুল

'আর্থিক অনটন শিক্ষকদের' সরকারি নিয়ম ‌উড়িয়ে ঠাসাঠাসি করে চলছে স্কুল

সরকারি নিয়ম ‌উড়িয়ে, পড়ুয়াদের ঠাঁসাঠাসি করে বসিয়ে চলছে স্কুল! (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

দক্ষিণ দিনাজপুরে কোচিংয়ের নামে রমরমিয়ে চালানো হচ্ছে স্কুল।

করোনাকালে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। বাতিল করা হয়েছে চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকও। তবে সরকারি নিয়মকে তোয়াক্কা না-‌করেই কচিকাচাদের নিয়ে বেসরকারি স্কুল চালানোর অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরে। শুধু তাই নয়, দূরত্ববিধি শিকেয় তুলে পড়ুয়াদের ঠাসাঠাসি করে বসিয়ে চলল ক্লাসও।

স্থানীয়দের অভিযোগ, কড়া বিধিনিষেধের মধ্যেও দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর ডিটলহাটের রামকৃষ্ণ শিশু নিকেতন নামের বেসরকারি স্কুলে কোচিংয়ের নামে রমরমিয়ে চালানো হচ্ছে স্কুল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেকদিন ধরেই প্রশাসনের নজর এড়িয়ে ওই স্কুলটি চালানো হচ্ছে। এমনকী, কোনওরকমে করোনার বিধিনিষেধ মানা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্থানীয়দের আরও অভিযোগ, অধিকাংশ পড়ুয়াদের মুখে মাস্ক পর্যন্ত দেখা যাচ্ছে না। ক্লাস চলাকালীন সামাজিক দূরত্ব বিধি মানা তো দুরস্থ, ক্লাস নেওয়ার সময় শিক্ষিকাদের মুখেও মাস্কের বালাই নেই বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই স্কুলের পড়ুয়াদের সংখ্যা একশোর উপরে। তবে অনেক পড়ুয়ারাই নিয়মিত স্কুলে আসছে না। ফলে অল্প সংখ্যক পড়ুয়াদের নিয়ে স্কুল চালানো হচ্ছে বলে অভিযোগ। কিন্তু ওই গ্রামের বেসরকারি স্কুলের ক্লাসরুমের সংখ্যার অভাব থাকার কারণে, ঠাসাঠাসি করে পড়ুয়াদের বসাচ্ছে স্কুল কর্তৃপক্ষ বলেও অভিযোগ উঠেছে। একদিকে করোনার দাপট, অন্য দিকে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে আর্থিক অনটনে ভুগতে থাকা শিক্ষক-শিক্ষিকাদের কথা মাথায় রেখেই এই স্কুল চালানো হচ্ছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। এপ্রসঙ্গে বংশীহারী ব্লকের বিডিও সুদেষ্ণা পাল ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। 

বন্ধ করুন