২৯শে নভেম্বর কলকাতায় আয়োজিত হতে চলা বিজেপির প্রতিবাদ সভায় গেলে এলাকা ছাড়া করে দেওয়া হবে। এমনই পোস্টারে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে চুঁচুড়ার কেওটা বটতলা এলাকায়। ‘জয় বাংলা’ লেখা ওই পোস্টার কারা সাঁটাল তা নিয়েও বিবাদ শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। বিজেপির দাবি, ভয় পেয়ে পোস্টার মেরেছে তৃণমূল। তৃণমূলের দাবি, নিজেদের পোস্টারের ওপর নিজেরাই পালটা পোস্টার মেরেছে বিজেপি।
রবিবার সকালে কেওটা বটতলা এলাকায় বিজেপির প্রতিবাদ সভার প্রচারে লাগানো একটি পোস্টারের নীচের দিকে সাদা কাগজে ছাপানো পোস্টার দেখা যায়। তাতে লেখা রয়েছে, 'কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না। এলাকা থেকে যারা এই সভায় যাবেন তাঁদের এলাকা ছাড়া করে দেওয়া হবে।’ নীচে লেখা, জয় বাংলা। ঘটনাচক্রে 'জয় বাংলা' স্লোগান তৃণমূল ব্যবহার করে।
বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের অভিযোগ, ‘এই কাজ তৃণমূলের। আদালতের লড়াইয়ে রাজ্য সরকারের দু’কান কাটা গিয়েছে। এখন অমিত শাহের সভা বানচাল করতে ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে শাসকদল। এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার অবশ্য পাল্টা অভিযোগ করে বলেন, ‘প্রচারের আলোতে আসার জন্য এটা বিজেপিরই কাজ। তৃণমূলের খেয়ে কাজ নেই যে বিজেপির পোস্টারের ওপর পোস্টার মারবে’।