বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌তোমরাই তো আগামীদিনের দেশের ভবিষ্যৎ’‌, ছাত্রছাত্রীদের উপহার দিয়ে বললেন মমতা

‘‌তোমরাই তো আগামীদিনের দেশের ভবিষ্যৎ’‌, ছাত্রছাত্রীদের উপহার দিয়ে বললেন মমতা

ছাত্র–ছাত্রীর সঙ্গে মিলিত হন মুখ্যমন্ত্রী।

এবার সামনে পেয়ে তাঁরাও আপ্লুত। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী।

আজ, বৃহস্পতিবার ফের ‌কার্শিয়াংয়ের পথে বেরিয়ে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর একটি পার্কের দালানে এসে বসেন। সেখানে বেশ কয়েকজন ছাত্র–ছাত্রীর সঙ্গে মিলিত হন মুখ্যমন্ত্রী। এই ছাত্র–ছাত্রীদের মধ্যে অনেকেই তাঁকে সামনে কখনও দেখেননি। এবার সামনে পেয়ে তাঁরাও আপ্লুত। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী।

আজ মুখ্যমন্ত্রীর এখানে পঞ্চম দিন। এখান থেকে তিনি বিকেলে গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে এই সাক্ষাৎ করলেন তিনি। এখানে মুখ্যমন্ত্রী এক ছাত্রীকে জিজ্ঞাসা করেন, ‘‌তুমি কোন ক্লাসে পড়ো?‌’‌ ছাত্রীটি বলে, ‘‌ক্লাস এইট।’‌ মুখ্যমন্ত্রী আপ্লুত হয়ে বলেন, ‘‌ক্লাস এইট। ভাবাই যায় না। তোমাকে দেখে মনে হয় না। অথচ কি সুন্দর করে তুমি কথা বলছো। খুব ভালো থেকো। মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনার কোনও বিকল্প নেই। মা–বাবার কথা শুনবে।’‌

মুখ্যমন্ত্রী যখন ছাত্র–ছাত্রীদের সঙ্গে এমন করে কথা বলছেন তখন ছাত্রছাত্রীদের মধ্যে বেশ কয়েকজন বলে ওঠে, ‘‌দিদি আবার এসো। আমাদের খুব ভাল লেগেছে।’‌ মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা যায়, ‘‌পড়াশোনা করলে আমি আবার আসব। তোমাদের সঙ্গে গল্প করব। কোনও অসুবিধা–সমস্যা হলে আমায় জানিও। আমি তোমাদের পাশে সবসময় আছি।’‌ এই কথা শুনে অনেকে হাততালি দিয়ে ওঠে।

এখানে ছাত্র–ছাত্রীদের হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। এই উপহার পেয়ে আনন্দিত হয় তারা। মুখ্যমন্ত্রী তাদের আশীর্বাদ করেন। বলেন, ‘‌তোমরাই তো আগামীদিনের দেশের ভবিষ্যৎ। মন দিয়ে পড়োশোনা করবে। আর প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবে না। কারণ এখন করোনাভাইরাসের আবহ চলছে। অসুস্থ হওয়া যাবে না। সুস্থ থাকতে হবে।’‌ এই কথা বলে মুখ্যমন্ত্রী এখান থেকে রওনা দেন।

বন্ধ করুন