বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee: বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নেই প্রিয় কেষ্ট, কবে পা রাখছেন মমতা?

Mamata Banerjee: বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নেই প্রিয় কেষ্ট, কবে পা রাখছেন মমতা?

মমতা বন্দ্যোপাধ্যায়।

এই সফরের মূল বিষয় পঞ্চায়েত নির্বাচন। তাই জেলার সংগঠন বুঝে নিতে চাইছেন তিনি নিজেই। কারণ এখন অনুব্রত মণ্ডল জেলে। সংগঠন এখন সেখানে কেমন অবস্থায় আছে তা বুঝে নিতেই হবে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কী করেন সেটাই দেখার। মমতার সফরে ১৬৭টি গ্রাম পঞ্চায়েত এবং ৬টি পুরসভাকে নিয়ে সমাবেশ হবে।

বগটুই গণহত্যার পর সেখানে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী হয়েছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনিই ছিলেন বীরভূমের সর্বেসর্বা। এখন তিনি নেই। অর্থাৎ সিবিআই তাঁকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কেষ্টকে ছাড়াই বীরভূমে এবার রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন বলে সূত্রের খবর।

কবে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বীরভূমে?‌ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বীরভূমে যেতে চলেছেন। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বীরভূম যাচ্ছেন তিনি। সেখানে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভাগুলিকে নিয়ে বড় সভা করবেন তিনি। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বীরভূমের খয়রাশোলে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বড় কর্মসূচি রয়েছে। আবার বীরভূমের দলীয় সংগঠন নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসতে পারেন। সেখানে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠনে রদবদল করা হতে পারে বলে সূত্রের খবর।

আর কী জানা যাচ্ছে?‌ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের বীরভূম সফর বেশ তাৎপর্যপূর্ণ। কারণ একদিকে কেষ্ট জেলে। অন্যদিকে সংগঠন কতটা প্রস্তুত সেটা দেখতে হবে। তার উপর বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। সেখানে বীরভূম থেকে জয় নিশ্চিত করাই লক্ষ্য। যতবার বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিলেন প্রিয় কেষ্ট। সেখানে এবার সভা–সমাবেশ করা থেকে পঞ্চায়েত নির্বাচনে সাফল্য গড়ে তোলা একটু হলেও কঠিন।

কেন বীরভূম যাচ্ছেন মুখ্যমন্ত্রী?‌ এই সফরের মূল বিষয় পঞ্চায়েত নির্বাচন। তাই জেলার সংগঠন বুঝে নিতে চাইছেন তিনি নিজেই। কারণ এখন অনুব্রত মণ্ডল জেলে। তাই সংগঠন এখন সেখানে কেমন অবস্থায় আছে তা বুঝে নিতেই হবে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কী করেন সেটাই দেখার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে ১৬৭টি গ্রাম পঞ্চায়েত এবং ৬টি পুরসভাকে নিয়ে সমাবেশ হবে বলেও জানা গিয়েছে।

 

বাংলার মুখ খবর

Latest News

‘সবাই আমাদের ভালো চায় না…’ ছেলের জন্মদিনে আরজি কর কাণ্ডের রেশ টেনে বললেন রাজ! শিমলায় মসজিদের অবৈধ অংশ নিজেরাই ভাঙতে চান মুসলিমরা, বুলডোজার চালান,অনড় হিন্দুরা রবিবার থেকে নয়া ৩ রুটে বন্দে ভারত পাচ্ছে বাংলা! রইল সময়সূচি বাতাসের মানের নিরিখে আসানসোল অনেকটা এগিয়ে গেল, পিছিয়ে পড়ল কলকাতা-হাওড়া দলীপে মাঠে নেমেই মারকাটারি সেঞ্চুরি ইশান কিষানের, চ্যালেঞ্জ ছুঁড়লেন নির্বাচকদের গুগল এখন আপনাকে আপনার নোটগুলিকে পডকাস্টে পরিণত করতে সহায়তা করবে, নতুন এআই-সমর্থিত অডিও ওভারভিউ বৈশিষ্ট্যটি রোল আউট করবে লাল-হলুদ জার্সি গায়ে অনুশীলনে আনোয়ার আলি, ISL শুরুর আগে কী করবে ইস্টবেঙ্গল ‘যদি আমার স্বামীও আমার পাশে না থাক, তাহলে হয়তো…’কঠিন সময় নিয়ে ঠিক কী বলেন সোনালী গ্লাসে বিয়ার ঢেলে জন্মদিন পালন ছাত্রীদের! ছত্তিশগড়ের সরকারি স্কুলে লজ্জাজনক নজির রাস্তায় ফনা তুলে সাপ, ঝাঁপিয়ে পড়ল বেঁজি, জিতল কে? দেখুন ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.