বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রলোভনের মুখে থুতু-তৃণমূলে যোগ দেবেন না, স্পষ্ট করলেন উত্তর দিনাজপুরের কংগ্রেস নেতা

প্রলোভনের মুখে থুতু-তৃণমূলে যোগ দেবেন না, স্পষ্ট করলেন উত্তর দিনাজপুরের কংগ্রেস নেতা

কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত। 

সোশাল মাধ্যমে তিনি জানিয়েছেন, তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য সবকিছু দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, ‘মোহিত বাবু আপনাকে তৃণমূল দলে আসতেই হবে। আপনাকে সব দেওয়া হবে। লোকসভার প্রার্থী, জেলা সভাপতি আর আপনি যা চান। রায়গঞ্জ পুরসভা, বিধানসভা সব আপনার পছন্দ মতো করা হবে।’

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতাকে প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অভিযোগ উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্তকে তৃণমূলের যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই অভিযোগ জানিয়ে তিনি সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট করেছেন। এর প্রতিবাদে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কংগ্রেস ছাড়ার কোনও প্রশ্নই নেই। তিনি আমরণ কংগ্রেস করে যাবেন। এই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন: নজর সোশ্যাল মিডিয়ায়, জোর কদমে আইটি সেলে নিয়োগ চলছে তৃণমূলে

সোশাল মাধ্যমে তিনি জানিয়েছেন, তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য সবকিছু দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, ‘মোহিত বাবু আপনাকে তৃণমূল দলে আসতেই হবে। আপনাকে সব দেওয়া হবে। লোকসভার প্রার্থী, জেলা সভাপতি আর আপনি যা চান। রায়গঞ্জ পুরসভা, বিধানসভা সব আপনার পছন্দ মতো করা হবে।’ (এই মন্তব্য মোহিত সেনগুপ্তের ফেসবুক পোস্ট থেকে সরাসরি নেওয়া হয়েছে) এরপরে তিনি লিখেছেন, ‘ওরকম প্রলোভনের মুখে থুতু।’ তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেছেন, তাদের দলে তো সবাই রত্ন আর বাকিরা নিঃস্ব। তাও তাদেরকে তৃণমূল কেন চাইছে? তাঁর মতে, ঘাসফুল শিবির কংগ্রেসকে ভয় পাচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জীবনের শেষ অবধি তিনি তৃণমূল করবেন। শেষ যাত্রা তার শরীরে কংগ্রেসের পতাকা থাকবে। দেহ যতক্ষণ থাকবে তিনি কংগ্রেস করে যাবেন। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি দেহত্যাগ করতে রাজি কিন্তু দলত্যাগ নয়। শেষ যাত্রায় আমার শরীরে থাকবে কংগ্রেসের তিরঙ্গা পতাকা। আমার দেহ যখন যাবে দেহ থাকবে কংগ্রেসীদের কাঁধে। আপনার বা অন্য কোনও দলের কেউ যেন আমার দেহের সংস্পর্শে না আসে। এটাই আমার এক এবং শেষ বক্তব্য।’

মোহিত সেনগুপ্ত দাবি করেছেন, আইপ্যাকের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যদিও এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে য়ে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের মতে, জেলা তৃণমূল কংগ্রেসে কোনও ধরনের সমস্যা নেই। উত্তর দিনাজপুরে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী। অন্যদিকে, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী এবিষয়ে মোহিত সেনগুপ্তকে কটাক্ষ করে বলেন, তিনি নিরাশায় ভুগছেন।

বাংলার মুখ খবর

Latest News

বুমেরাং হল ব্যাজবল, নিশঙ্কার দাপটে ওভাল টেস্টে শ্রীলঙ্কার কাছে হার ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের শুনানি শেষ হতেই আরজি কর হাসপাতালে সিবিআই, রিপোর্ট তৈরিতে তৎপরতা বাবার সঙ্গে ভালো করে প্রস্তুতি নিয়েছিলাম, ম্যাচের সেরা হয়ে বললেন মুশির এক হাতে সন্তান, অন্য হাতে ফুড ডেলিভারি, সোনুর লড়াইকে বাহবা সোশ্যাল মিডিয়ার মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বান, অধরা বিচার!ক্ষোভ উগরে অঙ্কুশ লিখলেন 'আর ভালো…' নিম্নচাপ দুর্বল হলেও ভারী বৃষ্টি হবে মঙ্গলে! বুধ থেকে বর্ষণ বাড়বে, কোথায় কোথায়? রেলপথে পুনরায় চালু হল ভারত-বাংলাদেশ বাণিজ্য রয়েছে অত্যাধিক চাপ, ইস্তফা দিতে চাইছেন রায়গঞ্জ মেডিক্যালের সুপার ১৮ বছর পর কন্যায় শুক্র, সূর্য, কেতুর যুতি! দুর্গাপুজোর আগে লাকি কারা? ইলন মাস্কের সঙ্গে এবার এক সারিতে ভারতের আদানি, বিশ্বের প্রথম দুজন ট্রিলিওনার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.