অবিশ্বাস্য ঘটনা ঘটল হুগলির গুপ্তিপাড়া পঞ্চায়েতে। সমস্যায় পড়ে পঞ্চায়েত উপপ্রধানকে ফোন করল একটি কুকুর। অবিশ্বাস হলেও এমনটাই ঘটেছে। পঞ্চায়েত অফিসের মধ্যে আটকে পড়েছিল কুকুরটি। মুক্তি পেতে অফিসের ল্যান্ডফোন থেকেই কুকুরটি উপপ্রধানকে ফোন করে। উপপ্রধান বিশ্বজিৎ নাগ পঞ্চায়েত অফিসে তালা বন্ধ করে বাড়িতে ফিরতেই ফোন পান। এরপর ফোনে কুকুরের ভৌ ভৌ আওয়াজ ছুটে যান। সেখানে তালা খুলে কুকুরটিকে বাইরে বের করেন। এমন ঘটনায় তাজ্জব গুপ্তিপাড়ার বাসিন্দারা।
আরও পড়ুন: '৫০ টাকার কুত্তা আবার…' লিফটে কুকুর নিয়ে যাওয়া নয়ডার মহিলার নয়া video বার্তা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদায়ী উপপ্রধান বিশ্বজিৎ নাগ পঞ্চায়েত অফিসের তালা বন্ধ করে ঘরে গিয়েছিলেন। তখনই তাঁর মোবাইলে হঠাৎ ফোন বেজে ওঠে। মোবাইলের স্ক্রিনে ফোন নম্বর দেখে কার্যত আঁতকে উঠেছিলেন উপপ্রধান। তিনি দেখেন স্ক্রিনে ভাসছে পঞ্চায়েতের নম্বর। অথচ পঞ্চায়েতে তিনি তালা বন্ধ করে দিয়েছেন। তবুও ফোনটা তিনি তুলে তিনি হ্যালো বলেন। তবে তখন কোনও সাড়াশব্দ পাননি। কিছুক্ষণ পরে ফোনের ওপার থেকে কুকুরের কান্নার আওয়াজ শুনতে পান। সঙ্গে সঙ্গে তিনি পঞ্চায়েত অফিসে ছুটে যান। সেখানে গিয়ে দরজা খুলতেই দেখেন পঞ্চায়েত অফিসের ভিতরে একটি কুকুর আটকে রয়েছে। তারপরে কুকুরটি বাইরে বেরিয়ে আসে। তখন তিনি বুঝতে পারেন সেই ফোনটি আসলে কুকুরটি করেছিল। ঘটনার পরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একটি কুকুর কীভাবে ফোন করল? তা ভাবাচ্ছে পঞ্চায়েত কর্মীদের। তবে পঞ্চায়েত উপপ্রধান বলেন, ফোনটি কুকুরের করেছিল। কারণ তিনি যখন অফিসে বসে কথা বলতেন তখন কুকুরটি সব খেয়াল করত।
গুপ্তিপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান বিশ্বজিৎ নাগ বলেন, ‘অফিসের ল্যান্ড লাইন নম্বরটি হটলাইন করা আছে। কেউ রিসিভার তুললেই মোবাইলে ফোন আসে। সেই কারণে শনিবার অফিস তালা বন্ধ করা সত্ত্বেও সেখান থেকে ফোন আসে।’ বিশ্বজিৎ বাবু বলেন, ‘পঞ্চায়েতের অফিসের লাইন নম্বর থেকে ফোন আসায় আমি অবাক হয়ে যাই। পঞ্চায়েতের ফোনটি হট লাইন করা আছে আমার মোবাইলের সঙ্গে। প্রথমে হ্যালো বলার পরেও কোন আওয়াজ পাইনি। পরে উলটো দিক থেকে কুকুরের কান্নার আওয়াজ শুনতে পাই। এরপরে পঞ্চায়েতে ছুটে গিয়ে দেখি অফিসের ভিতরে একটি কুকুর আটকে রয়েছে।’
উপ প্রধান আরও বলেন, ‘পঞ্চায়েত অফিসের সামনে ১১ টি কুকুর থাকে। আমরা ওদের দেখভাল করি, খাওয়ায়। শনিবার যে কুকুরটি পঞ্চায়েত অফিসের ভিতরে আটকে ছিল তা আমি খেয়াল করিনি। তবে ফোনটা আসার পর আমি অবাক হয়েছিলাম। আমি কথা বলার সময় কুকুরটি প্রায়ই চেয়ে থাকতো।’ সারমেয়র এমন কাণ্ডে অবাক সকলেই। তবে ফোনটা কি আসলে কুকুরেই করল? তাই নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে, কুকুরের ফোন করার অডিয়ো রেকর্ডিং করেছেন উপপ্রধান। তাতে কুকুরের কান্নার আওয়াজ শোনা গিয়েছে।