আগামী বছর থেকে কি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় পোশাকবিধি জারি করা হবে? সেরকমই একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিছু ঘোষণা করা হয়নি সরকারিভাবে। কিন্তু এবার যেভাবে পোশাককে হাতিয়ার করে টুকলির ঘটনা ঘটেছে, তাতে সেই পোশাকবিধি চালু করার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, পুরোপুরি পোশাকবিধি জারি না হলেও কোনও কোনও নির্দিষ্ট পোশাক আনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। যে পোশাকগুলির আড়ালে টুকলির কাগজ নিয়ে আসার অভিযোগ উঠেছে।
ঠিক কীরকম ঘটনা ঘটেছে?
শিক্ষকদের বক্তব্য, এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময় তেমন ঠান্ডা নেই। বরং গরম-গরম আমেজই ছিল। কিন্তু তারপরও কোনও পরীক্ষাকেন্দ্রে দেখা গিয়েছে যে একেবারে গরম জামাকাপড় পরে এসেছে কোনও-কোনও পরীক্ষার্থী। দরদর করে ঘামলেও জ্যাকেট বা সোয়েটারের মতো পোশাক পরে থাকতে গিয়েছে। মাথা ঢেকে রাখতেও দেখা গিয়েছে পরীক্ষার্থীদের। যা দেখে সন্দেহ হয়েছে ইনভিজিলেটরদের।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, গরমের মধ্যেও এরকম সোয়েটার, জ্যাকেট পরে আসার ক্ষেত্রে নিশ্চিতভাবে কিছু বিষয় আছে। বিশেষত পরীক্ষার যেভাবে গুচ্ছ-গুচ্ছ টুকলির কাগজ উদ্ধার করা হয়েছে, তাতে সেই ‘কিছু বিষয়’-র পিছনে লুকিয়ে থাকা রহস্যের অনেকটাই উত্তর মিলেছে বলে বক্তব্য সংশ্লিষ্ট মহলের। সেই পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় পোশাকবিধি চালু করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
এমনিতে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে কবে কোন বিষয়ের পরীক্ষা হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। ২০২৪ সালের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিনে ২০২৫ সালের পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে পর্ষদ। অন্যদিকে, ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি এখনও ঘোষণা করা হয়নি। ২০২৪ সালের ফলপ্রকাশের দিনই আগামী বছরের উচ্চমাধ্যমিকের সূচি ঘোষণা করা হবে। আপাতত এই বছরের উচ্চমাধ্যমিক চলছে। আগামী বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।