বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্যান্ডেলের রং গেরুয়া হওয়ায় দুয়ারে সরকার ক্যাম্প বাতিল করার অভিযোগ BDOর বিরুদ্ধে

প্যান্ডেলের রং গেরুয়া হওয়ায় দুয়ারে সরকার ক্যাম্প বাতিল করার অভিযোগ BDOর বিরুদ্ধে

গেরুয়া প্যান্ডেল হওয়ায় দুয়ারে সরকার ক্যাম্প বাতিলের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। 

দুয়ারে সরকারের প্যান্ডেলে গেরুয়া রংয়ের কাপড় লাগিয়েছিল বিজেপি পরিচালিত পঞ্চায়েত। তার জেরে শেষ মুহূর্তে ক্যাম্প বাতিলের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। 

বিজেপির দখলে থাকা পঞ্চায়েতে গেরুয়া কাপড় দিয়ে হয়েছিল প্যান্ডেল। তাই বাতিল হয়ে গেল দুয়ারে সরকার ক্যাম্প। মালদার গাজোলে এমনই অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। মহকুমাশাসক যদিও জানিয়েছেন, প্রবল বর্ষণ ও কর্মীর অভাবের জন্য ক্যাম্প বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তাঁরা।

বুধবার গাজোলের আলাল গ্রাম পঞ্চায়েতের ময়না হাইস্কুলের মাঠে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল। সেই মতো এলাকয় প্রচারও হয়। বাঁধা হয় প্যান্ডেল। পঞ্চায়েত প্রধান উমা মণ্ডল বলেন, মঙ্গলবার রাতে বিডিও ফোন করে জানান ক্যাম্প হচ্ছে না। উমা দেবীর দাবি, আমরা প্রথমে গেরুয়া কাপড়ের প্যান্ডেল করেছিলাম। প্যান্ডেল পরিদর্শন করে তিনি বলেন, গেরুয়া কাপড় থাকলে ক্যাম্প হবে না। কাপড় বদলাতে হবে। তখন আমরা গেরুয়া কাপড়ের সঙ্গে সাদা কাপড় লাগিয়ে দিই। কিন্তু তার পরও মঙ্গলবার বিডিও সাহেব ফোনে জানান ক্যাম্প বাতিল হয়েছে। তবে ক্যাম্প কেন বাতিল হয়েছে তার কোনও লিখিত জবাব এখনও পাইনি।

আগের রাতে ক্যাম্প বাতিল হওয়ায় দূর থেকে এসেও অনেককে ফিরে যেতে হয়। অযথা হয়রানির শিকার হন তাঁরা। স্থানীয় এক বাসিন্দা জানান, তিন বার আবেদন করেও স্বাস্থ্যসাথী কার্ড পাইনি। আবার এলাম কষ্ট করে। এবার শুনি এরা প্যান্ডেলের রং নিয়ে পড়েছে।

মহকুমাশাসক পঙ্কজ তামাং বলেন, ‘প্রবল বর্ষণ ও কর্মীর অভাবের জন্য ক্যাম্প বাতিল করতে বাধ্য হয়েছি। আদালতের বিভিন্ন কাজে বহু কর্মী ব্যস্ত রয়েছেন। আগামীতে ওই মাঠেই দুয়ারে সরকার ক্যাম্প হবে।’

যদিও প্রধানের দাবি, বিজেপি পঞ্চায়েতের দখল নেওয়ার পর থেকেই ওই মাঠে ক্যাম্প বানচাল করতে তৎপর হয়েছিল তৃণমূল।

 

বন্ধ করুন