২০২৪ আইপিএল ব্যাটারদের আইপিএল। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে ২০০-র বেশি স্কোর হাসতে হাসতে চেজ করে দিচ্ছে দলগুলো। ২৫০ রান করেও জয় নিশ্চিত হচ্ছে না অনেক দলের। ব্যাটাররা যেন ত্রাহি ত্রাহি রব তুলে দিয়েছেন। সুনীল নারিন, ট্রাভিস হেডরা রয়েছেন দুরন্ত ছন্দে। পিছিয়ে নেই বাটলার, রুতুরাজরাও। কিন্তু এরই মধ্যে যারা সত্যি কারের ক্লাস বোলার তাঁরা ঠিকই পারফর্ম করে যাচ্ছেন। প্রথম উদাহরণ অবশ্যই ভারতীয় দলের পেস সেনসেশন জসপ্রীত বুমরাহ। কারণ ডেথ ওভার হোক বা দলের প্রয়োজনে মিডল ওভারে, যখনই তাঁকে হার্দিক এনেছেন উইকেট তোলার চেষ্টা করেছেন। তাঁকে প্রথম দিকের কয়েকটা ম্যাচে বোলিং ওপেন করতে দেয়নি মুম্বই টিম ম্যানেজমেন্ট। ফলও হাতে নাতে পেয়েছিল দল। তেমনই আরেকজন সানরাইজার্সের ক্রিকেটার টি নটরাজন। এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটের দৌড়ে যিনি রয়েছেন বুমরাহর ঠিক পিছনেই। তামিল নাড়ুর ৩৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার যেন নিজেকে নতুনভাবে চিনিয়েছেন প্যাট কামিন্সের নেতৃত্বে।
কয়েক বছর আগেই ভারতীয় দলের জার্সিতে সুযোগ পেয়েছিলেন। কয়েকটি ম্যাচে খেললেও তারপর আর তাঁর দিকে ফিরে তাকাননি নির্বাচকরা। জাতীয় দলে তেমন কোনও বাঁহাতি পেসার না থাকা সত্বেও নটরাজনকে অতটা গুরুত্ব দেয়নি নির্বাচক কমিটি। অবশ্য তিনিও গত আইপিএলে নিজেকে সেরকমভাবে মেলে ধরতে পারেননি। কিন্তু এবার রয়েছেন একেবারে চেনা ছন্দেই। জসপ্রীত বুমরাহ যেখানে নিয়েছেন ১১ ম্যাচে ১৭ উইকেট, সেখানে সানরাইজার্সের নটরাজন নিয়েছেন ৮ ম্যাচে ১৫ উইকেট। ইকোনমি ৯-এর কাছাকাছি। রাজস্থান ম্যাচে জোড়া উইকেট নিয়ে পার্পেল ক্যাপের মালিক হয়েছিলেন। এরপর ম্যাচ শেষে মেয়েকে কোলে তুলে নেন নটরাজন। মেয়ের মাথায় পড়িয়ে দেন তাঁর পার্পেল ক্যাপ। অবশ্য একদিন পরই সেই পার্পেল ক্যাপ ফের নিজের আয়ত্তে আনেন বুমরাহ, তবে নেটমাধ্যমে ভাইরাল হয়েছে নটরাজনের সেই ভিডিয়ো যেখানে মেয়েকে পার্পেল ক্যাপ পড়িয়ে দিচ্ছেন তিনি।
আরও পড়ুন-IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার
আইপিএলে ২০২২ সালে ১১ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন তামিল নাড়ুর এই বাঁহাতি পেসার। গতবছর ১২ ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট। এবার ফের ছন্দে ফিরেছেন তিনি। জাতীয় দলের হয়ে চার টি২০ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। দুটি ওডিআই ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। একটি টেস্ট খেলে তুলে নিয়েছেন ৩ উইকেট।
আরও পড়ুন-হঠাৎই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, মারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো
সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ, সেখানে বুমরাহ এবং নটরাজন অবশ্যই চাইবেন দলের জয়ের পাশাপাশি ব্যক্তিগত দিক থেকেও একে অপরকে ছাপিয়ে যেতে।