বাংলা নিউজ > ক্রিকেট > RCB vs GT, IPL 2024: সামনে বিশ্বকাপ, তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ, সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ

RCB vs GT, IPL 2024: সামনে বিশ্বকাপ, তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ, সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ

সামনে বিশ্বকাপ, তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ, সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ। ছবি: এএনআই

Royal Challengers Bengaluru vs Gujarat Titans: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয়ের নায়ক মহম্মদ সিরাজ দাবি করেছেন, গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং এদিনের ম্যাচে তিনি খেলবেন না বলে ভেবেছিলেন। কিন্তু মনের জোরে তিনি টাইটান্সের বিরুদ্ধে ম্যাচটি খেলেন এবং সাফল্যও পান।

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চার উইকেটে জয়ে মহম্মদ সিরাজের বড় ভূমিকা রয়েছে। তিনিই শনিবার গুজরাটের ইনিংসের চার ওভারের মধ্যে দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিলকে আউট করে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিল। শারীরিক অসুস্থতা নিয়েও তাঁর দুরন্ত পারফরম্যান্স সকলের মন জয়ে করেন। বহু দিন পর চেনা ছন্দে পাওয়া যায় সিরাজকে। তিনি ম্যাচের সেরাও নির্বাচিত হন।

খেলতে পারবেন না ভেবেছিলেন সিরাজ

ম্যাচ শেষে সিরাজ বলেন, ‘আমি গত কয়েক দিন ধরে সত্যিই অসুস্থ ছিলাম। ভেবেছিলাম, এই ম্যাচে হয়তো খেলতে পারব না। কিন্তু আমি সত্যিই খেলতে চেয়েছিলাম, তাই এটা করতে পেরেছি। এবং আমি খেলতে পেরে খুব খুশি।’

আরও পড়ুন: স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মাঝেই, নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে, আরও ২টি পালক কোহলির মুকুটে

‘সকালে যখন আমি ঘুম থেকে উঠি, তখন আমি অনুভব করি যে আমি বিশ্রাম নেওয়া উচিত, আমি আজ খেলতে পারব না। কিন্তু তারপর ভাবলাম না, আমাকে খেলতে হবে।’ এবং সেই সময়ে তিনি পরিকল্পনা করেছিলেন, কীভাবে বল করবেন। ম্যাচে আমি কীভাবে ঋদ্ধিমান সাহাকে আউট করবেন। উইকেটের পিছনে যেটা ক্যাচ হবে।

উচ্ছ্বসিত আরসিবি অধিনায়ক

আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি দল জয়ের হ্যাটট্রিক করার স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত। ডু'প্লেসি বলেওছেন, ‘গত কয়েকটি ম্যাচ সত্যিই ভালো খেলেছে দল। যেভাবে আমরা ব্যাট এবং বল করেছি, তাতে খুশি। উইকেটটা একটু অন্য রকম ছিল, একটু বেশি বাউন্স ছিল। আমরা সেই তথ্য নিয়ে বোলারদের কাছে দিই। তবে একটি ক্যাচ ড্রপ হয়েছে, কিন্তু আমরা সর্বোচ্চ প্রচেষ্টাই করেছি। আমরা এখানে যে সমস্ত ম্যাচ খেলেছি, সেগুলি সাধারণত উচ্চ স্কোরিং ছিল। তবে এই উইকেটে ১৮০-১৯০-এর কাছাকাছি স্কোর চ্যালেঞ্জিং হত।’

আরও পড়ুন: IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক

ডু'প্লেসি ১০টি চার এবং তিনটি ছক্কার হাত ধরে মাত্র ২৪ বলে ৬৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। যা বেঙ্গালুরুকে ম্যাচ জেতাতে বড় ভূমিকা নেয়। এবং বেঙ্গালুরু জিতে এক লাফে পয়েন্ট টেবলের দশ থেকে সাতে উঠে আসে।

নিজের ইনিংস নিয়ে ফ্যাফ বলেন, ‘সম্ভবত এটা সেরা ইনিংস নয়। তবে ইতিবাচক হওয়ার চেষ্টা করছি। আমাদের নেট রানরেট বাড়াতে হত। সেটাই করতে চেয়েছিলাম। তবে যখন আমরা চার উইকেট হারিয়ে ফেলি, তখন আমাদের খেলা কিছুটা স্লো হয়ে যায়।’

আরও পড়ুন: IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন, গুজরাটকে হারাল ৪ উইকেট, জয়ের হ্যাটট্রিক করে প্লে-অফের আশা জিইয়ে রাখল বেঙ্গালুরু

আরসিবি-টাইটান্স ম্যাচের সংক্ষিপ্ত ফল

শনিবার আরসিবি-র বিরুদ্ধে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্সের ব্যাটিং বিপর্যয় ঘটে। তারা পুরো ওভার ব্যাটও করতে পারেননি। ১৯.৩ ওভারে ১৪৭ রানেই অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ৩৭ রান করেন শাহরুখ খান। ৩৫ রান করেন রাহুল তেওয়াটিয়া। ৩০ করেন ডেভিড মিলার। বাকিদের বেহাল দশা।

জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিল আরসিবি। তাদের দুই ওপেনার মিলেই প্রথম উইকেটে ৫.৫ ওভারে ৯২ রান করে ফেলে। এতেই জয়ের ভিত মজবুত হয়ে যায় বেঙ্গালুরুর। ২৩ বলে ঝোড়ো মেজাজে ৬৪ করেন ফ্যাফ ডু'প্লেসি। সেখান থেকে ৫৬ রান করতে গিয়ে অবশ্য ছয় উইকেট হারিয়ে বসে আরসিবি। মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ। বিরাট কোহলি ২৭ বলে ৪২ করেন। শেষ পর্যন্ত সপ্তম উইকেটে দীনেশ কার্তিক এবং স্বপনীল সিং মিলে আরসিবি-কে জিতিয়ে মাঠ ছাড়েন। অপরাজিত ২১ করেন কার্তিক। ১৫ করে অপরাজিত থাকেন স্বপনীল।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের হুগলি লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার বদলেছে পছন্দ, এবার কে হবেন দিদি নম্বর ১ ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক নেটিজেনদের ট্রোলের ধুম, দ্বিতীয় সপ্তাহে একধাক্কায় কমল নয়ন রহস্যের হল সংখ্যা! আগামিকাল পরশুরাম দ্বাদশী, কীভাবে করবেন পুজো? কেন পালিত হয় জেনে নিন ধর্মীয় মহত্ব তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি IMDর, কোন কোন এলাকা গরমে ফুটবে? রইল আবহাওয়ার খবর মনমোহন সিং থেকে আদবানি, আর কারা এবার ‘ভোট ফ্রম হোম!’ মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত সুইমিং পুলের জলে ডুব দিয়ে কাছের মানুষকে দুহাতে জড়িয়ে শ্রাবন্তী, সামনে এল ছবি… পাখির চোখ T20 বিশ্বকাপ, ২৫মে মার্কিন যুক্তরাষ্ট্র রওনা দেবেন রোহিত, পান্ডিয়ারা

Latest IPL News

ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার আমাকে কী করতে হবে, তার উপর সবটা নির্ভর করছে- T20I দলে ফেরা নিয়ে বাস্তববাদী রাহুল স্কুলের মাঠে কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেটে মাতলেন কামিন্স, করতে হল কিপিংও- ভিডিয়ো সংখ্যাতত্ত্বে বিরাটদের এগিয়ে রাখছেন প্রাক্তন ক্রিকেটার, বলছেন ১৮ মে খুব পয়া ওদের ৫ বছর পরে IPL-এ পেরোলেন ৪০০ রানের গণ্ডি! তাও নিজের খেলায় বিরক্ত রোহিত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.