আইপিএলের সময় এখন প্রায় প্রত্যেক দলই তাঁদের সোশাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্নরকমের মজাদার অনুষ্ঠান করে থাকে সমর্থকদের আকর্ষণের জন্য। বলা ভালো ফ্যান ফলোয়ার বাড়ানোরই জন্য। কখনও ক্রিকেটার বা কোচরা এসে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতার কথা ভাগ করে নেন, আবার কিছু ক্ষেত্রে প্রাক্তন ক্রিকেটার বা দলের ম্যানেজমেন্টের স্টাফরা আসেন। আইপিএল এখন আর শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, গোটা বিশ্বক্রিকেটেই এটা একরকম উৎসবের মতো। ক্রিকেটারদের মিলন উৎসব, পাশাপাশি নিত্য নতুন তথ্য উদঘাটনের জায়গাও বটে। ম্যাচের পর যেমন খেলোয়াড়দের পারফরমেন্স চর্চায় আসে, তেমনই মাঠের বাইরে খেলোয়াড়দের বিভিন্ন গল্প-আড্ডাও এখন বেশ ছাপ ফেলছে সমর্থকদের মধ্যে।
এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এসেছিলেন নাইট রাইডার্সের এক শো-তে। সেখানে এসেই নিজের ছোটবেলার WWE প্রেমের কথা জানান ভেঙ্কটেশ আইয়ার, শুধু এখানেই থেমে থাকেননি তিনি। একজনকে ধরে চোকস্লামও দিতে গেলেন নাইট তারকা।
আরও পড়ুন-IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক
নাইট ডাগআউটের শো-তে এসে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার তুলে ধরেন, তাঁর ছোটবেলার অভিজ্ঞতার কথা। বললেন, দীর্ঘদিন তিনি WWE দেখে বিশ্বাস করতেন, যে Undertaker সত্যিই সাতবার মারা যাওয়ার পরও বেঁচে উঠেছিলেন। মুম্বইয়ের বিপক্ষে তাঁর ৭০ রানের ইনিংসই নাইটদের জিততে সাহায্য করে। এরপরই ফিল গুড মেজাজেই নাইটদের শো-তে দেখা যায় ভেঙ্কিকে।
আরও পড়ুন-IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার
সঞ্চালককে ভেঙ্কটেশ আইয়ার বলেন, ‘ আমি জানি WWE -এর লড়াইগুলো স্ক্রিপটেড, কিন্তু কেউ যখন বলে ওটা ভুয়ো তখন খুব রাগ ধরে। কারণ বহুদিন ধরেই আমি বিশ্বাস করে এসেছি যে Undertaker সত্য়ি সাতবার মারা যাওয়ার পর বেঁঁচে উঠেছিল। আর আমার ভালো লাগত। আমি তো WWE-এর বেল্টও রাখি নিজের সঙ্গে’। ছোটবেলায় অবশ্য ভেঙ্কটেশ আইয়ারের বয়সের প্রচুর ছেলেরাই WWE-এর প্রতি আসক্তি ছিল। বিকেল পাঁচটা বাজলেই টিভির সামনে বসে পড়ত Undertaker, Triple H, Hulk Hogan, Shaun Michaels-দের লড়াই দেখতে। কিন্তু সচরাচর ক্রিকেটারদের মুখে WWE নিয়ে তেমন কিছু শোনা না গেলেও ভেঙ্কির কাছে যে তাঁরাও একপ্রকার সুপারস্টারের তকমা পেত ছোটবেলায়, সেকথা বোঝাই যাচ্ছে।
এরপর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, আমার তো মনে হয় ভেঙ্কটেশের বয়স মাত্র ১৫। এরপর মজা করেই সঞ্চালক বলেন কাউকে Undertaker-এর আদলেই চোকস্লাম মারার জন্য। WWE-এর ভক্ত ভেঙ্কি অপেক্ষা না করেই রাজি হয়ে যান। এরপর একজনকে চোকস্লাম মারার জন্য এক হাতে তুলেও ছেড়ে দেন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়। এদিকে রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ রয়েছে কেকেআরের।