দেশে এখন পেট্রল–ডিজেলের দাম আগুন। তার সঙ্গে পেট্রোপণ্য দিয়ে গাড়ি চালালে হয় পরিবেশ দূষণ। এসব থেকে বাঁচতে মানুষজনের নজর এখন ইলেকট্রিক যানবাহনের দিকে। তবে পরিবেশ বান্ধব চারচাকার গাড়ি কিনতে একটু বেশিই দাম দিতে হয়। সেখানে অনেকটা সস্তায় বাজারে এসেছে ইলেকট্রিক স্কুটি এবং মোটরবাইক। সম্প্রতি দেখা গিয়েছে, আসানসোলে একাধিক ইলেকট্রিক স্কুটি এবং মোটরবাইকের শোরুম হয়েছে। দেদার বিক্রিও হচ্ছে সেগুলি। আসানসোলের রাস্তা দিয়ে হাঁটলেই সেসবের দেখা মিলবে প্রচুর। তবে এবার প্রথমবার আসানসোলে তৈরি হতে চলেছে ইলেকট্রিক স্কুটি–মোটরবাইক তৈরির কারখানা।
এই কারখানা শিল্পাঞ্চলে গড়ে উঠলে ব্যাপক হারে কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। ‘বিকিউআই’ ইলেকট্রিক নামে একটি বেসরকারি ইলেকট্রিক স্কুটি এবং মোটরবাইক প্রস্তুতকারক সংস্থা আসানসোলে তাদের কারখানা গড়ে তুলতে চলেছে। বিষয়টি তারা ঘোষণা করেছে। ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যেই এই ইলেকট্রিক স্কুটি–মোটরবাইক কারখানায় নতুন উৎপাদন শুরু হয়ে যাবে বলে দাবি করেছেন সংস্থার কর্তৃপক্ষ। এই সংস্থা আগে গুরগাঁওতে কারখানা গড়ে তুলেছে। এটি তাদের দ্বিতীয় কারখানা হতে চলেছে। আসানসোলের পাশাপাশি তারা হায়দরাবাদেও একটি কারখানা স্থাপন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে বাংলা, ঝাড়খণ্ড সীমান্তে রয়েছে আসানসোল। তাছাড়া ঝাড়খণ্ড, বাংলা ও বিহার এই তিন রাজ্যের সঙ্গে আসানসোল খুব সহজে কানেক্ট করা যায়। এই কথা ভেবেই নয়া ইলেকট্রিক স্কুটি–মোটরবাইক কারখানা গড়ার কথা ভাবা হয়েছে। তাই আসানসোলকে কারখানা তৈরির জন্য চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সিইও রাহুল সিনহা। তিনি জানান, পশ্চিমবঙ্গে এখনই বেশ কয়েকটি জায়গায় তাদের শোরুম আছে। বাংলায় চাহিদা রয়েছে তাদের তৈরি স্কুটি–মোটরবাইকের। এটাই নতুন করে কারখানা গড়ার তাগিদ তৈরি করেছে।
আরও পড়ুন: দুর্গাপুজোর সময় রাসবিহারী মোড়ের হকারদের সরানো হচ্ছে, ভিড় ঠেকাতে পুলিশের দাওয়াই
ঠিক কী বলছেন সংস্থার সিইও? অন্যদিকে ঝাড়খণ্ড–বিহারে তাদের সংস্থার ভাল ব্যবসা রয়েছে। তার সঙ্গে আসানসোল হলে ব্যবসা বাড়বে। এই বিষয়ে সিইও রাহুল সিনহা বলেন, ‘উৎকৃষ্ট মানের স্কুটি এবং কম দাম–সহ আধুনিক ডিজাইন আকর্ষণ করেছে ক্রেতাদের। আসানসোলে কারখানা হলে আরও বেশি বেশি করে প্রোডাকশন হবে এবং এই রাজ্যে কয়েকশো কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। আমরা চেয়েছিলাম বাংলায় একটি কারখানা গড়ে তুলতে। ভবিষ্যতের কথা চিন্তা করে এই কারখানা আসানসোলে আনতে চলেছি। এখানে কর্মসংস্থানও বাড়বে।’