বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দুর্গাপুজোর সময় রাসবিহারী মোড়ের হকারদের সরানো হচ্ছে, ভিড় ঠেকাতে পুলিশের দাওয়াই

দুর্গাপুজোর সময় রাসবিহারী মোড়ের হকারদের সরানো হচ্ছে, ভিড় ঠেকাতে পুলিশের দাওয়াই

রাস্তায় দু’‌ধারে বসা হকার (টুইটার)

বড় পুজো মণ্ডপগুলি থেকে গাড়ি পার্কিং করার জায়গা অনেকটা দূরে রাখা হবে। যাতে যানজট তৈরি না হয়। বাদামতলা আষাঢ় সংঘ ও ৬৬ পল্লির পুজো যাঁরা দেখতে আসবেন তাঁদের গাড়ি রাখতে হবে শ্যামপ্রসাদ মুখার্জি রোডের উপর পার্কিং স্পেসে। চেতলা অগ্রণী-সুরুচি সংঘের জন্য গোবিন্দ আঢ্য রোডে গাড়ি পার্কিং ব্যবস্থা করা হচ্ছে।

দুর্গাপুজো আসতে আর হাতেগোনা ১৯ দিন বাকি। কিন্তু তার মধ্যেই রাস্তায় বসা হকার ভাইদের উপর কোপ পড়ল। এখন থেকেই রাস্তায় শপিং করার ভিড় তুঙ্গে উঠেছে। আর তাতেই বোঝা যাচ্ছে দুর্গাপুজোর সময় সেটা মারাত্মক আকার নেবে প্যান্ডেল হপিং করার সময়ে। তাই যাতে কোনওরকম যানজট বা ভিড়ে মানুষের সমস্যা না হয় তার জন্য প্রশাসন এখন থেকেই তৎপর হয়ে উঠেছে। এই ভিড় ঠেকাতে রাসবিহারী মোড়ের রাস্তায় দু’‌ধারে বসা হকারদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। মেট্রো যাত্রীদের রাসবিহারীর ফুটপাথ ধরে যেতে যাতে অসুবিধা না হয় তার জন্য বচ্চন ধাবার সামনে থেকে হকারদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। দুর্গাপুজোর সময় রাসবিহারী মোড় থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত ভিড় ছাড়া কিছুই দেখা যায় না। এই ভিড়ের চাপ সামলাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই এলাকায় সব বড় বড় দুর্গাপুজো হয়। খোদ রাসবিহারীতে হয় বাদামতলা আষাঢ় সংঘের পুজো। আর একটু এগোলেই ৬৬ পল্লী এবং চেতলা অগ্রণীর পুজো। তারপর রাসবিহারী থেকে দেশপ্রিয় পার্কের দিকে এগোলেই দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো। যা অত্যন্ত জনপ্রিয়। আর একটু এগোলেই ত্রিধারা সম্মিলনীর পুজো। রাসবিহারী থেকে টালিগঞ্জ থানা পেরতেই মিলবে মুদিয়ালি ক্লাবের পুজো। ওই এলাকাতেই আছে শিব মন্দির এবং টিএন মজুমদারের দুর্গাপুজো। সুতরাং গোটা চত্ত্বর তুমুল ভিড়ে ঠাসা থাকে। এই ভিড় সামাল দেওয়া কার্যত কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। ভিড় ঠেকাতে মেট্রো স্টেশনের ভিতরে মাইকে ঘোষণা করার পরিকল্পনা করেছে পুলিশ। মেট্রো স্টেশনের বাইরে বসানো হবে ব্যারিকেড। পুজোর সময় টিকিট কাউন্টারের সংখ্যা বাড়াতে মেট্রো কর্তৃপক্ষকেও অনুরোধ করবে কলকাতা পুলিশ।

আর কী পদক্ষেপ করবে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, বচ্চন ধাবার সামনের মেট্রো স্টেশনের গেট দিয়ে ভিড় চেতলা অগ্রণী ও সুরুচি সংঘের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আর লেক মার্কেটের দিকেও পাঠানো হবে যাঁরা দেশপ্রিয় পার্ক–সহ অন্যান্য পুজো দেখতে যাবেন। ভিড় সামাল দিতে যানবাহনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। বাসগুলির ক্ষেত্রে হাজরা এবং আলিপুর রোড হয়ে টালিগঞ্জ সার্কুলার ও দুর্গাপুর সেতু ধরে জয় হিন্দ সেতুর দিকে চলে যাবে। যান চলাচলের রুট বদলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আরও পড়ুন:‌ ডেঙ্গি নিয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় সরকার, সেখানে কোন বার্তা দেওয়া হয়েছে?

আর কী জানা যাচ্ছে?‌ এগুলি ছাড়া বড় পুজো মণ্ডপগুলি থেকে গাড়ি পার্কিং করার জায়গা অনেকটা দূরে রাখা হবে। যাতে যানজট তৈরি না হয়। বাদামতলা আষাঢ় সংঘ ও ৬৬ পল্লির পুজো যাঁরা দেখতে আসবেন তাঁদের গাড়ি রাখতে হবে শ্যামপ্রসাদ মুখার্জি রোডের উপর পার্কিং স্পেসে। চেতলা অগ্রণী এবং সুরুচি সংঘের জন্য গোবিন্দ আঢ্য রোডে গাড়ি পার্কিং করার ব্যবস্থা করা হচ্ছে। আলিপুর রোডেও কিছু পার্কিং করার ব্যবস্থা রাখা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু যান চলাচল—সব নিয়মেই ব্যাপক বদল আনা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

বাংলার মুখ খবর

Latest News

সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের ভাগ্যে আজ কী রয়েছে? ১৩ মের রাশিফলে দেখে নিন মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? জ্যোতিষমতে ১৩ মের রাশিফল দেখে নিন শূন্য রানে আউট বাবর, ফখর-রিজওয়ানের যুগলবন্দিতে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান পরপর ফ্লপ, তাই অভিনয় ছেড়ে ইমরান? সাফাই দিয়ে বললেন, ‘টাকা ছিল, কিন্তু…’ আউট করেই কাঁধ দিয়ে ঠেলা, ইশান্তের ছেলেমানুষি হাসিয়ে ছাড়ল কোহলিকে- ভিডিয়ো জীবনের কঠিন সময় হাত ছেড়ে পালিয়েছিল প্রেমিকা, সেই স্মৃতি হাতড়ে মিঠুন বললেন… RR-কে হারিয়ে তিনে উঠল CSK, দিল্লিকে উড়িয়ে পাঁচে RCB, জমে ক্ষীর প্লে-অফের লড়াই ফের গরমের অস্বস্তি? বৃষ্টির দাপট দক্ষিণে কমবে কবে থেকে? রইল আবহাওয়ার খবর ঋষভহীন দিল্লিকে দুুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে টিকে RCB, খাদের কিনারায় ক্যাপিটালস ‘‌যদি আদানি এক ব্যাগ টাকা পাঠায় সেটা আমার জন্য যথেষ্ট’‌, বিস্ফোরক মন্তব্য অধীরের

Latest IPL News

আউট করেই কাঁধ দিয়ে ঠেলা, ইশান্তের ছেলেমানুষি হাসিয়ে ছাড়ল কোহলিকে- ভিডিয়ো ঋষভহীন দিল্লিকে দুুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে টিকে RCB, খাদের কিনারায় ক্যাপিটালস প্রথম ম্যাচে থেকে নিজেই সিদ্ধান্ত নিয়েছি, ধোনির কাছে যাইনি…বললেন রুতুরাজ, ভিডিয়ো চিপকের দুর্গে চিড় ধরাতে পারলেন না স্যামসনরা, লড়াকু জয়ে প্লে-অফের পথে ধোনিরা যুক্তি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন সৌরভরা, তাও কেন আটকাতে পারলেন না পন্তের নির্বাসন? জেনে-বুঝে ফিল্ডিংয়ে বাধা, জাদেজাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট দিলেন আম্পায়ার IPL 2024-কেরিয়ারে আপ অ্যান্ড ডাউন চলছে, কার দিকে আঙুল তুললেন রিঙ্কু? ভিডিয়ো IPL-ওরা ব্যবসাদার, লাভ ক্ষতি ছাড়া কিছু বোঝে না… গোয়েঙ্কাকে ধুয়ে দিলেন সেহওয়াগ তিলক বর্মা আউট হতেই গৌতির ‘গম্ভীর’ মুখে ফুটল হাসি, মজা করলেন ধারাভাষ্যকাররাও IPL 2024- রোহিতকে ট্র্যাপে ফেলারই চেষ্টা ছিল, উদ্দেশ্য সফল হওয়ার পর বললেন বরুণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.