মঙ্গলবার ভোর রাতে ফরাক্কা সেতুর ওপর ভয়াবহ দুর্ঘটনা। ট্রাক্টরকে ধাক্কা মেরে রেল লাইনে উঠে গেল লরি। তার পর সেই লরিকে ধাক্কা মারল রেলগাড়ি। এই ঘটনার জেরে ভোরবেলা বেশ কিছুক্ষণ সেতুর ওপর যান চলাচল প্রভাবিত হয়। পরে ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার ভোরে তখন সবে আলো ফুটছে। এমন সময় মালদার দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল ১৪ চাকার একটি লরি। উলটো দিক থেকে আসছিল একটি ট্রাক্টর। লরিটিটি ট্রাক্টরটিকে ধাক্কা মেরে ব্রিজের রেলিং ভেঙে পাশেই রেল লাইনের ওপর কিছুটা উঠে পড়ে। লরিটিকে রেল লাইন থেকে নামানোর চেষ্টা করেও সফল হননি তিনি। এর পর কোনওক্রমে লরি থেকে নামেন চালক। এরই মধ্যে মালদার দিক থেকে সেখানে এসে পড়ে একটি মালগাড়ি। লরির কেবিনে সজোরে ধাক্কা মারে মালগাড়ির ইঞ্জিন। সঙ্গে সঙ্গে ব্রেক কষেন চালক। মালগাড়ির বেশ কয়েকটি ওয়াগন লরি ঘসে চলে যায়। তখনও ঘটনাস্থলে হাজির ছিলেন চালক।
এই ঘটনার জেরে সাময়িকভাবে ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে যান ও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় সিআরপিএফ। ক্রেন এনে দ্রুত দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরানো হয়। এর পর লরির চালক পলাতক বলে জানায় পুলিশ। লরির চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ওদিকে মালগাড়ির জায়গায় কোনও যাত্রীবাহী ট্রেন চলে এলে কী হত ভেবে শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা।