বীরভূমের ২টি জায়গা থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বোলপুর স্টেশন ও সদাইপুর থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন গোয়েন্দারা। গ্রেফতার হয়েছে ২ অস্ত্রপাচারকারী।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে সদাইপুর থানার অন্তর্গত চিনপাই হাজরাপুর রাস্তায় বারুদ ফ্যাক্টারির জঙ্গলের কাছে শেখ মিনার নামে এক যুবককে আটক করে সদাইপুর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ৭.৬৫ মিমি বোরের পিস্তল এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ। ধৃতের বাড়ি সদাইপুর থানার হাজরাপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শেখ মিনার একাধিক অপরাধমূলক কাজের সাথে যুক্ত। ধৃত শেখ মিনারকে আজ সিউড়ি আদালতে তোলা হবে।
বুধবার সন্ধ্যায় বোলপুর রেলস্টেশন থেকে একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ম্যাগাজিন ও অন্যান্য সামগ্রীসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ অফিসাররা। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম শেখ মনিরউদ্দিন (৫৫)। বাড়ি নানুর থানার অন্তর্গত বেরুগ্রাম ডাঙাল পাড়ায় । ধৃতের কাছে থাকা একটি কালো ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৭.৬৫ এমএম সেমি অটোমেটিক পিস্তল, সাত রাউন্ড কার্তুজ দুটি ম্যাগাজিন সহ একটি মোবাইল ফোন ও ট্রেনের টিকিট । ঘটনায় সাঁইথিয়া জিআরপিএস এর সঙ্গে যৌথভাবে অভিযোগ দায়ের করেছে এসটিএফ । কোথা থেকে আনা হচ্ছিল আগ্নেয়াস্ত্রগুলি ? কোন উদ্দেশ্যেই বা নিয়ে যাওয়া হচ্ছিল ? এরকম একাধিক তথ্য জানতে তদন্ত শুরু করেছে এস টি এফ।
পঞ্চায়েত ভোটের মুখে বীরভূমে প্রায় রোজই উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র ও বোমা। ফলে পঞ্চায়েত ভোটে ফের রক্ত ঝরতে পারে বলে এখন থেকেই আশঙ্কা করছেন অনেকে।