এসএসকেএমের পর এবার আগুনের কবলে বেলুড়ের ইএসআই হাসপাতাল চত্বর। রবিবার হাসপাতাল লাগোয়া ক্যান্টিনের পাশে আচমকাই আগুনের শিখা দেখতে পাওয়া যায়। তবে কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ক্যান্টিনের পাশে মূলত আবর্জনা জমিয়ে রাখা ছিল। সেখানেই আগুন লেগে যায়। পাশাপাশি কিছু দাহ্য় পদার্থও ছিল ওই জায়গায়। সেগুলিতেই আগুন জ্বলতে থাকে। এর জেরে হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়ায়।
এদিকে হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলেও খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রাথমিকভাবে হাসপাতালের কর্মীরাই অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করেন।
এদিকে সূত্রের খবর, হাসপাতালে সেই সময় প্রায় ৮৫জন রোগী ছিলেন। আগুনের খবর ছড়িয়ে পড়তেই রোগী ও তার পরিজনদের মধ্য়ে ব্যাপক উদ্বেগ ছড়ায়। বিপদের আশঙ্কায় অনেকেই ছোটাছুটি শুরু করে দেন। তবে ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দেয় দমকল। সূত্রের খবর, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
তবে কেন ক্য়ান্টিনের পাশে এভাবে আবর্জনা জমিয়ে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল। সেক্ষেত্রে আরও সতর্কতা রক্ষা করা দরকার বলেও মনে করছেন অনেকে।
তবে এবারই প্রথম নয়। এর আগে সম্প্রতি এসএসকেএমের একটি বিল্ডিংয়ের অংশে আচমকা আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। তখনও রোগী ও তার পরিজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। তারপরেও হুঁশ ফেরেনি অন্য়ান্য় হাসপাতাল কর্তৃপক্ষের। এদিন ফের আগুনের ছবি ধরা পড়ল বেলুড়ের ইএসআই হাসপাতাল চত্বরে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।