সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে প্রাণ গেল আরও এক মৎস্যজীবীর। নিহত নিখিল মণ্ডল (৫০) গোসাবা ব্লকের লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের চারঘেরি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরার সময় তাঁর ওপর আক্রমণ করে একটি বাঘ। ২ সঙ্গী লড়াই করেও নিখিলবাবুকে বাঁচাতে পারেননি। ওই মৎস্যজীবীর মাছ ধরতে যাওয়ার অনুমতিপত্র ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে অন্য ২ মৎস্যজীবীর সঙ্গে কাঁকড়া ধরতে বেরোন নিখিলবাবু। ঝিলার ৪ নম্বর জঙ্গলে কাঁকড়া ধরার সময় নিখিলবাবুর ওপর হামলা চালায় একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। তাঁকে কামড়ে ধরে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে বাঘটি। সঙ্গে থাকা লাঠি দিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অন্য ২ মৎস্যজীবী। কিন্তু বাঘের সঙ্গে পেরে ওঠেননি তাঁরা।
এর পর নৌকা নিয়ে গ্রামে ফিরে অন্যান্যদের খবর দেন নিখিলবাবুর ২ সঙ্গী। গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে জঙ্গলের ভিতর থেকে নিখিলবাবুর দেহ উদ্ধার করেন। খবর দেওয়া হয় বনদফতরে। তবে ওই মৎস্যজীবীর মাছ ধরতে যাওয়ার অনুমতিপত্র রয়েছে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।