রাজ্যের বুকে দুটি পাইকারি পোশাকের হাট খুলে গেল। সুতরাং এবার থেকে বাংলার মানুষজন সস্তায় পোশাক পাবেন। মহিলা–পুরুষ উভয়ই সস্তায় পোশাক কিনতে পারবেন। তাছাড়া এখানে ভিন রাজ্য তথা ভিন দেশ থেকেও পোশাক আসবে। ফলে আদানপ্রদান বাণিজ্যের মাধ্যমে অর্থ রোজগার করতে পারবেন পোশাক শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। দুর্গাপুজোর আগে এই হাট খুলে যাওয়ায় বাড়তি রোজগারের আশা দেখছেন ব্যবসায়ীরা।
এদিকে এই হাটে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। হাওড়ায় বুধবার ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন অঙ্কুরহাটি এলাকায় উদ্বোধন হল ‘সৃজন গ্রুপ গ্লোবাল হাট’। ২ লাখ স্কোয়ার ফুট জমির উপর প্রথম পর্যায়ের কাজ হয়ে গিয়েছে। আর ২০২৪ সালে ৫.৮ লাখ স্কোয়ার ফুট জমির উপর এই হাট বৃদ্ধি পাবে বলে খবর। তবে মেটিয়াবুরুজেও এমন হাটের উদ্বোধন করা হয়েছে। হাওড়া এবং মেটিয়াবুরুজ—এই দুটি জায়গার পাইকারি হাটই শীততাপ নিয়ন্ত্রিত। একমাস আগেই হাওড়ার মঙ্গলাহাটে ১০ হাজার দোকানপাট ভস্মীভূত হয়ে যায় অগ্নিকাণ্ডে।
অন্যদিকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই হাটের উদ্বোধন করেন। এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, প্রাক্তন বিধায়ক শীতল সর্দার, জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারি সভাধিপতি কাবেরী দাস ও অজয় ভট্টাচার্য। আর এখানে ছিলেন সৃজন রিয়ালিটি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্যামসুন্দর আগরওয়াল।
আরও পড়ুন: শুভেন্দুর গড়ে বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণ, অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে
এই নতুন হাট ও তার পরিকাঠামো দেখে খুশি ফিরহাদ হাকিম। এই হাটের উদ্বোধন করে ফিরহাদ হাকিম বলেন, ‘রাজ্যের অর্থনীতিতে হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে এই জেলাই শিল্প ও ব্যবসা–বাণিজ্যে পথ দেখাবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা ভারতবর্ষের অর্থনীতিতে বিশেষ জায়গা করে নেবে। বিশ্বের বাজারেও আমাদের রাজ্যের ব্যবসায়ীরা মাল পৌঁছে দেবে।’ আর সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর শ্যামসুন্দর আগরওয়াল বলেন, ‘সারা দেশে এই হাটের প্রচার চলবে। যাতে ভিন রাজ্য থেকেও ক্রেতারা এসে কেনাকাটা করতে পারেন। এখানে ১৬ স্কোয়ার ফুটের ৫ হাজার স্টল আছে। ১৭৫০টি গদি রয়েছে, ১০০ থেকে ১২০ স্কোয়ার ফুটের। এছাড়া এটিএম, গেস্ট রুম, ফুড স্টল, প্রার্থনা কক্ষ–সহ এসক্যালেটর রয়েছে। সপ্তাহের সাত দিন খোলা থাকবে হাট। ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় বন্দোবস্ত থাকছে।’