বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মাঘের শীতেও ‘‌হিস হিস’‌ শব্দ, চারটি বিশাল গোখরো জারবন্দি হয়েছে কালনায়

মাঘের শীতেও ‘‌হিস হিস’‌ শব্দ, চারটি বিশাল গোখরো জারবন্দি হয়েছে কালনায়

উদ্ধার গোখরো। প্রতীকী ছবি।

পৌঁছে যান গোডাউনে। সেখানে ঢুকে সরেজমিনে খতিয়ে দেখে বুঝতে পারেন, একটি নয় ওখানে রয়েছে তিনটি বড় আকারের গোখরো। তখন সঙ্গী দুর্গাকে নিয়ে সাপগুলিকে জারবন্দি করে বেরিয়ে পড়েন বাড়ির পথে। কিন্তু মাঝপথে তাঁকে আবার খবর দেওয়া হয়। ফোন করে তাঁকে জানানো হয়, আরও একটি গোখরো দেখা গিয়েছে।

শীত বেড়েছে। কিন্তু তা বলে চুপ করে বসে নেই সাপেরা। এবার সেই প্রমাণ নিজেরাই দিয়েছে। তাই তো মাঘের কনকনে শীতে কালনা থেকে উদ্ধার হয়েছে চারটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। সাধারণতন্ত্র দিবসের দিন কালনা শহরের পূর্ব সাতগাছিয়ার কালীতলার একটি গোডাউন থেকে গোখরোগুলি উদ্ধার করা হয়েছে। এই সাপগুলি উদ্ধার করেন সর্পপ্রেমী শিবেন্দ্রনারায়ণ সরকার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অনেকে শিউরে ওঠেন। তবে এই চারটি গোখরো সাপ জারবন্দি করে শিবেন্দ্রনারায়ণ সরকার তুলে দেবেন বন দফতরের হাতে।

এদিকে এই গোখরো সাপ নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে জেলায়। কালনার শ্যামরাইপাড়ার বাসিন্দা শিবেন্দ্রনারায়ণ সরকার শুক্রবার টিভিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান দেখছিলেন। তখনই স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁর বাড়িতে এসে খবর দেন, পূর্ব সাতগাছিয়ার কালীতলার একটি গোডাউনে গোখরো সাপ দেখা দিয়েছে। আতঙ্কিত মানুষ প্রাণ ভয়ে ওই সাপগুলিকে মেরে ফেলতে পারে আশঙ্কা করে সেখানে ছুটে যান শিবেন্দ্রনারায়ণ সরকার। সাপ ধরার তাঁর সঙ্গী দুর্গা। তাঁকে নিয়েই স্কুটিতে করে বেরিয়ে পড়েন তিনি।

অন্যদিকে পৌঁছে যান গোডাউনে। সেখানে ঢুকে সরেজমিনে খতিয়ে দেখে বুঝতে পারেন, একটি নয় ওখানে রয়েছে তিনটি বড় আকারের গোখরো। তখন সঙ্গী দুর্গাকে নিয়ে সাপগুলিকে জারবন্দি করে বেরিয়ে পড়েন বাড়ির পথে। কিন্তু মাঝপথে তাঁকে আবার খবর দেওয়া হয়। ফোন করে তাঁকে জানানো হয়, আরও একটি গোখরো দেখা গিয়েছে। স্কুটি ঘুরিয়ে সেখানে পৌঁছে সেই চতুর্থ নম্বব গোখরোকে জারবন্দি করেন শিবেন্দ্রনারায়ণ সরকার। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ‘গোডাউন পরিষ্কার করতে গিয়েই গোখরোর দেখা মেলে। হাড় কাঁপানো শীতেও বিষধর গোখরো সাপের দেখা মিলবে ভাবলেই শিউরে উঠছি।’

আরও পড়ুন:‌ বিজেপি নেত্রীকে ধর্ষণ করে আত্মহত্যায় প্ররোচনা, বাঁকুড়ায় আত্মঘাতী মহিলা, চম্পট নেতা

আর কী জানা যাচ্ছে?‌ গ্রামগঞ্জে সাপ দেখা যায়। আগেও এমন বিষধর সাপ দেখা গিয়েছে নানা জেলায়। তবে শীতকালে সাপের দর্শন খুব বিরল। এবার সেটাও দেখা গিয়েছে। এই বিষয়ে শিবেন্দ্রনারায়ণ সরকার জানান, কদিন আগেই উদ্ধার করা কয়েকটি সাপ তাঁর কাছ থেকে বন দফতরের কর্মীরা এসে নিয়ে গিয়েছেন। তাঁর কথায, ‘শীতের সময় সাপের দেখা পাওয়া স্বাভাবিক নয়।’ তবে পূর্ব বর্ধমানের ডিএফও নিশা গোস্বামী বলেন, ‘প্রচণ্ড শীতেও সাপ বেরিয়ে আসতে পারে।’ বন দফতর সূত্রে খবর, সাপেরা শীতের সময় খুব একটা বাইরে আসে না। তবে তার মানে এই নয় যে, ওদের একেবারে দেখা যাবে না।

বাংলার মুখ খবর

Latest News

ভোটের চোখ রাঙানি? মে মাসে মুক্তি পাচ্ছে না কল্কি ২৮৯৮ এডি, কবে আসছে প্রভাসের ছবি LSG-র সর্বনাশে KKR-এর পৌষমাস, রাজস্থানকে ধরতে পারবে কেউ? লিগ টেবিলে মাথা তুলল DC MBSG-OFC সেমির দ্বিতীয় লেগে হাউসফুল যুবভারতী,বাড়িতে কীভাবে ফ্রি-তে দেখবেন ম্যাচ রাজনীতির ময়দানে নবাগতা রচনা, প্রচারের ফাঁকে প্রথম নায়িকাকে কী টিপস দিলেন দেব? মে দিবসে কি বন্ধ থাকবে সোনাগাছি? যৌনকর্মীদের ছুটি! সত্যিটা জেনে নিন স্পাইডারম্যান সেজে দিল্লির রাস্তায় বাইকস্টান্টে দাপাদাপি যুগলের! শেষে গ্রেফতার দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত 'অভূতপূর্ব!' অতি উত্তম দেখে চোখে জল তনুজার, প্রসেনজিৎ-পল্লবী সহ আর কারা এলেন? আমেঠি-রায়বেরেলিতে প্রার্থী কারা? খাড়গের কোর্টে বল, কী বলছেন নেতারা?

Latest IPL News

দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.