বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সাত সকালে নেই পুলিশি নজরদারি, হলদিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, অবরোধ

সাত সকালে নেই পুলিশি নজরদারি, হলদিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, অবরোধ

দুর্ঘটনার পর বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। 

সাত সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে প্রাণ গেল বধূর। কাজে বেরিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। 
  • পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ বাসিন্দারা। 
  • বেপরোয়া ট্রাকের ধাক্কায় হলদিয়া - মেছেদা রাজ্য সড়কে ফের প্রাণহানি। মর্নিং ওয়াকে বেরিয়ে মঙ্গলবার সকালে প্রাণ গেল ২ জনের। এদিন সকালে হলদিয়ার গিরীশ মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাক বেশ কয়েকজনকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই এক মহিলা ও এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গিয়ে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।তবে ঘাতক ট্রাকটির এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এদিন সকাল ৭টা নাগাদ গিরীশ মোড়ের কাছে একটি দশ চাকার ট্রাক প্রচণ্ড গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সেই সময় রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বেশ কয়েকজন। সেই সঙ্গে শিল্পাঞ্চলের কাজে যোগ দিতেও শ্রমিকরা যাচ্ছিলেন। ব্যস্ত মোড়ে ট্রাকটি গতি না কমিয়েই চলতে থাকে। এর জেরেই ট্রাকের সামনে পড়ে যান অনেকে। ট্রাকটি তাদের ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

    ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ মহিলা ও পুরুষ সাইকেল আরোহীর। অনেকে রাস্তার ওপরেই যন্ত্রণায় কাতরাতে থাকেন। তাদের মধ্যে জখম অবস্থায় এক মহিলা ও এক ব্যক্তিকে উদ্ধার করে হলদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

    ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর জেরে সকালেই হলদিয়া - মেছেদা রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে হয়। খবর পেয়ে দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিয়েছে।

    স্থানীয়দের দাবি, এই এলাকায় সকালে নজরদারি সেভাবে না থাকায় সকালের দিকে শিল্পাঞ্চলের গাড়িগুলি প্রচণ্ড গতিতে চলে। এই সময় শ্রমিক থেকে সাধারণ মানুষ পথে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন। গোটা ঘটনায় প্রশাসনকে আরও তৎপর হওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

     

    বন্ধ করুন