রাত পোহালেই পয়লা বৈশাখ। নতুনের আনন্দ মেখে হাজির হবে ১৪২৮ বঙ্গাব্দ। পয়লা বৈশাখের সঙ্গেই জড়িয়ে রয়েছে হালখাতার বিষয়টি। এদিন ব্যবসায়ীরা পুরনো বছরের হিসেব-নিকেশ মিটয়ে, নতুন বছরের হিসেব চালু করেন। শুরু হয় নতুন বছরের বেচাকেনা। এদিন দোকানে দোকানে লক্ষ্মী-গণেশের পুজো হয়। তার পর লেখা হয় হালখাতা। চলতি বছর পয়লা বৈশাখ পড়েছে ১৫ এপ্রিল।
করোনাভাইরাসের প্রকোপের কারণে গত নববর্ষে জাঁকজমকের সঙ্গে এই অনুষ্ঠান পালিত হতে পারেনি। এ বছরও ফের বাড়ছে করোনার প্রকোপ। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতে সমস্ত ধরনের সতর্কতা অবলম্বন করে পুজো ও হালখাতার আয়োজনের ব্যবস্থা চলছে।
পয়লা বৈশাখের দিনে সারাদিনই পুজো করা যায়। মাহেন্দ্রক্ষণ ও অমৃতযোগ হালখাতা লেখার শুভ সময়।
হালখাতার শুভ সময় (সেই সময় খাতা লেখার জন্য শুভ মুহূর্ত)-
১) মাহেন্দ্রযোগ : পয়লা বৈশাখ, সকাল ৬ টা ৫০ মিনিটের মধ্যে।
২) তারপর শুভ সময় সকাল ১০ টা ১৬ মিনিট থেকে ১২ টা ৫১ মিনিট।
৩) অমৃতযোগ থাকছে রাত ১২ টা ৪২ মিনিট থেকে রাত ২ টো ৫৬ মিনিট।