বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > যখন তখন আটকে রাখছে আরপিএফ, প্রতিবাদে বেলুড় স্টেশনে অবরোধ হকারদের

যখন তখন আটকে রাখছে আরপিএফ, প্রতিবাদে বেলুড় স্টেশনে অবরোধ হকারদের

রেল অবরোধের। প্রতীকী ছবি।

ইতোমধ্যেই কোভিড বিধি তুলে নিয়েছে রাজ্য সরকার। তারপরেও এভাবে আরপিএফের হেনস্তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

বেলুড় স্টেশনে ট্রেন অবরোধের জেরে ব্যাপক হয়রানিতে পড়তে হল যাত্রীদের। সম্প্রতি নিয়মিত ট্রেন না চালানোর অভিযোগে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের একাধিক স্টেশন অপরাধ করেছেন যাত্রীরা। তবে এবার ট্রেন চালানোর দাবিতে নয়, আরপিএফের হেনস্তার প্রতিবাদে রেল অবরোধ করলেন হকাররা। বেলুড় স্টেশনে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে হকারদের রেল অবরোধ। এর ফলে গন্তব্যস্থলে পৌঁছতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

হকারদের বক্তব্য, যখন-তখন আরপিএফের হেনস্তার মুখে পড়তে হচ্ছে তাদের। যার ফলে তারা ঠিকমতো ব্যবসা করতে পারছেন না। করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের কারণে তাদের ব্যবসায় চরম ক্ষতি হয়েছিল। কিন্তু, সেই সংকট কাটিয়ে এখন আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ইতিমধ্যেই কোভিড বিধি তুলে নিয়েছে রাজ্য সরকার। তারপরেও এভাবে আরপিএফের হেনস্তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। হকারদের অভিযোগ, যখন-তখন আটকে তাদের রাখছে আরপিএফ। বেলুড় স্টেশনের কখনও আরপিএফ তাদের আটকে রাখছে, আবার কখনও জরিমানা আদায় করছে।

আজ বৃহস্পতিবার হকার ইউনিয়নের এক কর্মীকে জোর করে আটকে রাখার অভিযোগ ওঠে আরপিএফের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে সকাল আটটা নাগাদ ক্ষোভে ফেটে পড়েন হকাররা। বেলুড় স্টেশনে রেললাইনে বসে তারা রেল অবরোধ শুরু করেন। এর ফলে আপ ও ডাউন উভয় লাইনেই লোকাল ট্রেনের পাশাপাশি আটকে পড়ে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। শেষে আরপিএফের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠিয়ে নেন হকাররা। তখন আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বন্ধ করুন