বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'তোমায় গ্রেফতার করলে আমি মনোনয়ন দেব', মহুয়ার পাশে মা, কী বললেন নেত্রী

'তোমায় গ্রেফতার করলে আমি মনোনয়ন দেব', মহুয়ার পাশে মা, কী বললেন নেত্রী

'তোমায় গ্রেফতার করলে আমি মনোনয়ন দেব', মহুয়ার পাশে মা

সম্প্রতি আর্থিক তছরুপ বিরোধী মামলায় তাঁকে যুক্ত করেছে ইডি। তারপরই মায়ের কাছ থেকে এই বার্তা পেয়েছেন তৃণমূল নেত্রী। সেই হোয়াটসঅ্যাপ বার্তা স্ক্রিনশট দিয়েছেন মহুয়া।

এজেন্সি যদি গ্রেফতার করে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তবে তাঁর পাশ থাকার বার্তা দিয়েছেন তাঁর মা। সেই অভয় বার্তায় জানিয়েছেন, মহুয়া গ্রেফতার হলে মেয়ের হয়ে তিনি নিজেই মনোনয়ন জমা দেবেন। সেই হোয়াটসঅ্যাপ বার্তা তৃণমূল নেত্রী এক্স হ্যান্ডেলে তুলে দিয়ে মহুয়া তাঁকে ‘বাঘিনি’ বলেছেন। 

সম্প্রতি আর্থিক তছরুপ বিরোধী মামলায় তাঁকে যুক্ত করেছে ইডি। তারপরই মায়ের কাছ থেকে এই বার্তা পেয়েছেন তৃণমূল নেত্রী। সেই হোয়াটসঅ্যাপ বার্তা স্ক্রিনশট দিয়েছেন মহুয়া। ইংরাজিতে লেখা বার্তায় তাঁর মা মঞ্জু মৈত্র বলেছেন, ‘তুমি আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি রাখ। ওরা তোমায় গ্রেফতার করলে আমি ভোটে মনোনয়ন জমা দেব।’

সেই স্ক্রিনশটটির উপর মহুয়া লিখেছেন, ‘বিজেপির দৈনিক ইডি/সিবিআই লাভফেস্টে আমার মায়ের উত্তর। রক ইউ মামি-আসল শেরনি (বাঘিনি)!’

প্রসঙ্গত, গত সপ্তাহে মহুয়াকে দিল্লিতে ডেকে পাঠায় ইডি। কিন্তু তিনি জানিয়ে দেন, কৃষ্ণনগরে ভোট প্রচারে ব্যস্ত। তাই তিনি এখন যেতে পারছেন না। তাঁর এই জবাবের পর ফের তাঁকে মঙ্গলবার নতুন করে তলব করছে ইডি। একই সঙ্গে ডাকা হয়েছে তাঁর পরিচিত ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও।

আরও পড়ুন। উর্দু সহ বহু ভাষায় রয়েছে দাপট! বনেদি বাড়ির রাধিকা ভট্টাচার্য শাহ বঙ্গ বিজেপির নয়া মুখপাত্র, রইল পরিচিতি

এর আগে মহুয়ার কলকাতার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। ওই বাড়িতে তাঁর বাবা-মা থাকেন। এছাড়া মহুয়ার কৃষ্ণনগরের বাড়ি, দফতর, করিমপুরের বাড়িতেও তল্লাশি চালায়।  

যদি এই তল্লাশিকে মহুয়ার দলের পক্ষ থেকে বরাবরই রাজনৈতিক উদ্দেশ প্রণোদিত বলা হয়েছে। তৃণমূলের কৃষ্ণনগরের প্রার্থী নিজেও বুধবার অন্য একটি পোস্টে একে কটাক্ষ করেন। তিনি লেখেন, ‘খুলে হ্যায় বিজেপি কে দ্বার, আ যাও নহি তো অব কে বার তিহাড়’ অর্থাৎ বিজেপির দরজা খোলা আছে। চলে এসো। না হলে ঠিকানা হবে তিহাড়। এর আগেও তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ‘আমাদের যেমন ছাত্র সংগঠন, যুব সংগঠন রয়েছে, তেমন বিজেপির ইডি, সিবিআই রয়েছে।’

আরও পড়ুন। প্রচারের চাপে মেকআপের সময় কোথায়! এখন নাকি পান্তাভাত আর সিদ্ধ খাবারই খেতে হচ্ছে লকেট-রচনাদের

সে দিক থেকে দেখলে বুধবার মহুয়ার মায়ের বার্তা পাওয়া তাৎপর্যপূর্ণ। মায়ের বার্তা স্ক্রিনশট দিয়ে তিনি বোঝাতে চাইলেন, শুধু দল নয় এই লড়াইয়ে তাঁর মাও তাঁর সঙ্গে আছে। 

বাংলার মুখ খবর

Latest News

নারী নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ শিলিগুড়ি পুলিশের, দুর্গাপুজোয় আধুনিক অ্যাপ মহিলা যাত্রীকে চড় মেরে গ্রেফতার অটো চালক! তবুও কারও কারও সহানুভূতি পাচ্ছেন তিনি বিষ্ণুর জোড়া অবতারে ধরা দেবেন রণবীর! রামায়ণে কোন চরিত্রে দেখা মিলবে অমিতাভের? Live: ' CMদেড় ঘণ্টা ধরে অপেক্ষা করছেন, এরও একটা লিমিট আছে', ‘ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই কিন্তু…’ মনের কথা জানিয়ে দিলেন বাংলাদেশের ইউনুস পাহাড়-ঝর্না আবার জঙ্গলের স্বাদ অল্প মূল্যে একসঙ্গে চান? ঘুরে আসুন রাঁচি গম্ভীরের পরিবর্তে KKR-এ মেন্টর হবেন পন্টিং? কী ইঙ্গিত দিলেন প্রাক্তন অজি অধিনায়ক শৌচালয়ের দেখভালও করতে পারে না! পূর্ত দফতরের ভূমিকায় ক্ষুব্ধ আদালত ডেনমার্কের মাটিতে বলিউডি গানে তুমুল নাচ ভারতীয়র, কী বলছেন বিদেশিরা? 'উৎসবে না', এদিকে খোঁপায় ফুল লাগিয়ে চুপিচুপি পুজোর শপিংয়ে গেলেন সোহিনী?সত্যি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.