বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বেসরকারি স্কুলের ছাত্রদের স্মার্টনেস সরকারি স্কুলকে লজ্জা দেবে: কালনার পুরপ্রধান

বেসরকারি স্কুলের ছাত্রদের স্মার্টনেস সরকারি স্কুলকে লজ্জা দেবে: কালনার পুরপ্রধান

কালনার তৃণমূলি পুরপ্রধান আনন্দ দত্ত।

গত ২৬ অক্টোবর কালনায় জেলা পুলিশের উদ্যোগে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে হাজির ছিলেন স্থানীয় পুরপ্রধান আনন্দ দত্ত। সেখানেই বেসরকারি স্কুলের মহিমাকীর্তন করতে গিয়ে সরকারি স্কুলকে ছোট করেন তিনি।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে চরম বিড়ম্বনায় শাসকদল তৃণমূল। একদিকে যেমন শিক্ষক নিয়োগের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার তথ্য প্রকাশ্যে এসেছে, তেমনই প্রশ্ন উঠেছে দিনের পর দিন স্কুলে ছাত্র-ছাত্রীদের কী পড়িয়েছেন এই শিক্ষকরা? এরই মধ্যে সরকারি স্কুলের পঠনপাঠনের মান নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কালনা পুরসভার তৃণমূলি পুরপ্রধান। তাঁর দাবি, বেসরকারি স্কুলের পড়ুয়ারা বেশি স্মার্ট। আর নিজের বক্তব্য প্রমাণ করতে উদাহরণ হিসাবে তুলে ধরলেন ছেলেকে।

গত ২৬ অক্টোবর কালনায় জেলা পুলিশের উদ্যোগে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে হাজির ছিলেন স্থানীয় পুরপ্রধান আনন্দ দত্ত। সেখানেই বেসরকারি স্কুলের মহিমাকীর্তন করতে গিয়ে সরকারি স্কুলকে ছোট করেন তিনি। আনন্দবাবু বলেন, ‘আমার ছেলে বেসরকারি স্কুলে পড়ে। তার স্মার্টনেস দেখলে কালনা রাজ স্কুল লজ্জা পেয়ে যাবে। কালনার অন্যান্য সরকারি স্কুলগুলো লজ্জা পেয়ে যাবে। সত্যিই তো তাই, স্মার্টনেসই প্রথম দরকার।’ পুরপ্রধান যখন এসব বলছেন তখন মঞ্চে বসে মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক দেবপ্রসাদ বাগ, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন।

পুরপ্রধানের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় বিধায়ক দেবপ্রসাদবাবু বলেন, ‘উনি ওনার মত বলেছেন। আমার মত আলাদা। সরকারি স্কুলই এখনও সেরা।’

পুরপ্রধানের মন্তব্যেকে সিপিএমের তরফে তীব্র কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে। স্থানীয় এক সিপিএম নেতা বলেন, ‘বাম জমানায় সরকারি স্কুলগুলো এলাকার গর্ব ছিল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষায় সামগ্রিক অধঃপতন হয়েছে। টাকার বিনিময়ে যারা শিক্ষক নিয়োগ করে তাদের মুখে এসব কথা মানায় না। রাজ্যে শিক্ষার মান পুনরুদ্ধার করতে গেলে এই সরকারকে সবার আগে বিসর্জন দিতে হবে।’

 

 

বাংলার মুখ খবর

Latest News

রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি ‘টলিউডের বি গ্রেড,সি গ্রেড সব শিল্পী..’, তৃণমূল সাংসদের কটাক্ষ,পালটা তুলিকা আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬টি দেশের বিরুদ্ধে জয়ের নজির আফগান মহম্মদ নবির... মাঠের মধ্যেই দড়ি দিয়ে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন! কোহলি-পন্তের এ কেমন মজা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.