সক্রিয় হয়ে উঠল সিআইডি। এই রাজ্যে এখন দাপট দেখাচ্ছে ইডি–সিবিআই। আর তারই পাল্টা আসরে নামল সিআইডি বলে মনে করা হচ্ছে। যদিও এইমস হাসপাতালে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বিজেপি সাংসদ থেকে বিধায়কদের। আর দু’দিন আগেই রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের মন্ত্রীকে। ইডি গ্রেফতার করেছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তারপরই এবার সক্রিয় সিআইডি’ও। কল্যাণী এইমসে হাসপাতালে নিয়োগ দুর্নীতি মামলায় এবার ডেকে পাঠানো হল কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধিকর্তাকে। সুতরাং রাজ্য–রাজনীতিতে এখন টানটান চর্চা শুরু হয়েছে।
কবে ডাকা হয়েছে অধিকর্তাকে? সিআইডি সূত্রে খবর, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ভবানী ভবনে তলব করা হয়েছে এইমস হাসপাতালের অধিকর্তাকে। তারিখ অবশ্য এখনও জানানো হয়নি। তদন্তকারীদের সঙ্গে দেখা করতে বলা হয়েছে কল্যাণী এইমস হাসপাতালের ডিরেক্টর রামজি সিংকে। আর তাঁকে জেরা করেই বিজেপির বিধায়কদের এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছক্কা–পাঞ্জা বের করতে চান তদন্তকারীরা। এই খবরে এখন জোর আলোড়ন পড়ে গিয়েছে। যদিও রামজির সাফাই, কেন্দ্রীয় প্রতিষ্ঠানের বদনাম করতেই এসব করা হচ্ছে।
সিআইডি ঠিক কী করেছে? সিআইডি সূত্রে খবর, রামজি সিংকে সিআইডির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে এইমস হাসপাতালে নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হচ্ছে বলে জানানো হয়েছে। ওই চিঠিতে সবটাই বিস্তারিতভাবে জানানো হয়েছে। এই চিঠি পাওয়ার কথা সংবাদমাধ্যমে স্বীকার করেছেন অধিকর্তা। তবে এইমস হাসপাতালের অধিকর্তা রামজি সিংয়ের সাফাই, ‘এইমস হাসপাতালের বদনাম করতেই ডেকে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করার নোংরা চক্রান্ত করা হচ্ছে।’
আরও পড়ুন: নভেম্বর মাসেও লম্বা ছুটি রাজ্য সরকারের, জেনে নিন সেই দীর্ঘ অবকাশের তালিকা
কারা জড়িত বলে অভিযোগ? কল্যাণী এইমস হাসপাতালে বরাত পাওয়া ঠিকাদার সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার বিষয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এই বিষয়টি তুলে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক যুবক। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র–সহ নানা ধারায় তখন মামলা দায়ের হয়। তাতে নাম জড়িয়েছে—রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা, তাঁর কন্যা মৈত্রী দানা, বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপা বিশ্বাসের। এছাড়া বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষ এবং নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানা এইমস হাসপাতালে ঠিকাদার সংস্থার মাধ্যমে কাজ পেয়েছিলেন বলে অভিযোগ। এই মামলার তদন্তভার নেয় সিআইডি। এফআইআর দায়ের হয়েছে চার বিজেপি বিধায়ক–সহ আটজনের বিরুদ্ধে।