সবে দুর্গাপুজোর ছুটি শেষ হয়েছে। তারপর খুলেছে সরকারি দফতর। অফিসে গিয়েই একে অন্যকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। চতুর্থী থেকে দুর্গাপুজোর ছুটি শুরু হয়েছিল। ১৮ দিন পর আজ, সোমবার খুলল সমস্ত সরকারি দফতর। অফিসে এসে সকলেই কাজ শুরু করেছেন। এমন সময় মিষ্টি নিয়ে হাজির সহকর্মীরা। আর তা দিয়েই হয় শুভ বিজয়া। নবান্ন থেকে নবমহাকরণ, বিধানসভা— সব জায়গাতেই কর্মীদের উপস্থিতি বেশ লক্ষ্যণীয়। তার মধ্যেই অনেকের আলোচনায় উঠে আসে এই দুর্গাপুজো কেমন গেল থেকে শুরু করে কে, কি করলেন। আজ সরকারি কর্মীদের মধ্যে শুরুটা এমনই ছিল।
এদিকে এই আলোচনা চলাকালীন কয়েকজন সরকারি কর্মী নিজের মধ্যে বলে উঠলেন ছুটি কিন্তু এখানেই শেষ হচ্ছে না। হতাশ হওয়ার কোনও কারণ নেই। আবার নভেম্বর মাসে পাওয়া যাবে লম্বা ছুটি। এই শুনে বাকিরা বিষয়টি জানতে চান। তখন তাঁরা জানান, নভেম্বর মাস জুড়ে ১৩টি ছুটি রয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তা নিয়ে পরিকল্পনা শুরু হয়ে যায়। আবা এই ছুটি নিয়ে বেশ কয়েকজন বিরুদ্ধ মত পোষণ করেন। তাতে একটু বিতর্কও হয় বটে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির বিষয়টি টেনে কয়েকজন বলেন, ‘এত ছুটি দেওয়ার দরকার কি! ছুটির পরিবর্তে সরকার যদি ডিএ দেওয়ার কথা ভাবে সেক্ষেত্রে ভাল হয়।’
কেমন সেই ছুটির তালিকা? অন্যদিকে আগামী ১২ নভেম্বর কালীপুজো। সেটা রবিবার পড়েছে। তাই সরকারি ছুটি যাতে মার না যায় রাজ্য সরকার কালীপুজোর অতিরিক্ত ছুটি দিয়েছে ১৩ ও ১৪ নভেম্বর। আর ১৫ নভেম্বর ভাইফোঁটার ছুটি। এই দিনে আবার বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি আছে। তবে দুই ছুটি মিলে যাওয়ায় ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে নবান্ন। এমনকী ছটপুজোও রবিবার পড়েছে। ১৯ নভেম্বর। তাই ছটেরও অতিরিক্ত ছুটি রয়েছে সোমবার ২০ নভেম্বর। সুতরাং ১৮ থেকে ২০ নভেম্বর টানা ছুটি। গুরু নানকের জন্মদিন ২৭ নভেম্বর। সেদিনও ছুটি মিলবে। তা নিয়েই এখন চলছে পরিকল্পনা।
আরও পড়ুন: মাঝরাতে ঘুম ভেঙে গেল অসুস্থ মন্ত্রী জ্যোতিপ্রিয়র, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কী ঘটালেন?
আর কী জানা যাচ্ছে? এই ছুটির পক্ষে রয়েছেন বেশিরভাগ সরকারি কর্মচারীরা। আর বিরুদ্ধ মতও আছে বেশ কিছু। তবে রাজ্য সরকার তিনটি ভাগে ছুটি দেয়। এক, ১৯৮৮ সালের ‘ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ (এনআই) অনুযায়ী গোটা দেশেই কিছু ছুটি পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। দুই, রাজ্য সরকার স্থানীয় উৎসবের জন্য ছুটি দিতে পারে। আর তিন, অতিরিক্তি ছুটি দেওয়ারও সুযোগ রয়েছে রাজ্য সরকারের হাতেই। সেটা দিতে পারে। এখন অক্টোবর মাস শেষ হতে আর একদিন বাকি। তারপরই নভেম্বর মাস। আর দেদার ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।