রেল লাইনের উপর বোমা পড়ে রয়েছে। এই খবর চাউর হওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্তারা। সেখানে আসে রেল পুলিশ বাহিনী এবং জিআরপির দল। ডেকে আনা হয় বোমা বিশেষজ্ঞদেরও। শিয়ালদা রানাঘাট শাখায় রেল লাইনে এমন ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রেল যাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে জোর শোরগোল পড়ে যায়। অজানা বস্তু থেকে বোমা আতঙ্ক ছড়ায়। তবে সেটি বোমা কিনা, সেটা নিশ্চিত করে কিছু জানায়নি রেল পুলিশ। কাঁকিনাড়া রেল স্টেশনের দু’নম্বর লাইনে এই ঘটনা ঘটেছে। রেল সূত্রে খবর, ওই বোমার খবর জানা যাওয়ার কিছু আগেই সংশ্লিষ্ট লাইন দিয়ে গিয়েছে একটি ট্রেন।
এদিকে আজ, শিয়ালদা রানাঘাট শাখার কাঁকিনাড়া রেল স্টেশনের কাছে দু’নম্বর রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় অজানা বস্তু। সেটি তাজা বোমা ছিল বলে জানাচ্ছেন অনেকেই। স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। দ্রুত খবর দেওয়া হয় রেল পুলিশকে। ঘটনাস্থলে এসে পৌঁছয় জিআরপি ও আরপিএফ। রেল পুলিশ বাহিনী গিয়ে সেগুলি উদ্ধার করে। যদিও জিআরপি ও আরপিএফের পক্ষ থেকে বোমার কথা অস্বীকার করা হচ্ছে। এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক রেলের এক কর্তা বলেন, ‘দু’নম্বর লাইনের উপর বোমাটি রাখা ছিল। কপাল ভাল বোমাটি ফাটেনি। না হলে কী হতো কে জানে!’
আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন আইপিএস, বালুরঘাটের প্রার্থী নিয়ে জেলায় জোর গুঞ্জন
অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, বোমার খবর প্রকাশ্যে আসার আগে রেল লাইনের উপর দিয়ে একটি ট্রেনও যায়। সেক্ষেত্রে অজানা বস্তুটি বোমা হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে অনেকে মনে করছেন। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন রেল যাত্রীরা। কেমন করে রেল লাইনের উপর বোমা এল, কারা কী উদ্দেশে বোমা রেখেছিল— গোটা বিষয়টি খতিয়ে দেখছেন রেলের কর্তারা। তবে বোমা উদ্ধারের জেরে এদিন সকালে কাঁকিনাড়া স্টেশনে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ২ নম্বরের বদলে ৪ নম্বর লাইন দিয়ে ট্রেনকে ঘুরিয়ে স্টেশনে ঢোকানো হয়।
এছাড়া রেলওয়ে সূত্রে খবর, দ্রুত রেল পুলিশকে খবর দেওয়া হয়। শনিবার হলেও এই খবর পেয়ে তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়। কাঁকিনাড়া রেল স্টেশনে যাত্রীর সংখ্যা তখন কম ছিল না। অফিস টাইমে ঘনঘন ট্রেন চলাচল করে এই লাইনে। অজানা বস্তু নিয়ে আতঙ্ক ছড়ানোয় রেল চলাচলে বিঘ্ন ঘটে। কিছুক্ষণের জন্য সমস্ত ট্রেন দুই নম্বর লাইনের বদলে চার নম্বর লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। রেল লাইনে বোমা পড়ে থাকার খবরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। বোমা থাকার ঘটনায় তদন্তে নেমেছে রেল পুলিশ। অজানা বস্তু যদি বোমা হয়ে থাকে, তাহলে বিষয়টি যথেষ্ট বিপজ্জনক।