বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > লোকসভা নির্বাচনে কি প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী?‌ কাঁথিতে দেওয়াল লিখনে গুঞ্জন

লোকসভা নির্বাচনে কি প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী?‌ কাঁথিতে দেওয়াল লিখনে গুঞ্জন

শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন

এই ঘটনা নিয়ে বিজেপির কেউ মুখ খোলেননি। তবে তৃণমূল কংগ্রেসে এই দুই লোকসভা কেন্দ্র হেভিওয়েট প্রার্থী দেবে সেটা একেবারে নিশ্চিত। তবে কাদের প্রার্থী করা হবে সেটা অবশ্য ঘোষণা করা হয়নি। যদি বিজেপি কাঁথি লোকসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে তাহলে এটা নিঃসন্দেহে নজরকাড়া কেন্দ্র হয়ে উঠবে।

সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। আর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। যা নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। অমিত শাহ এখানে এসে লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছেন। বাংলা থেকে ৩৫টি আসন লাগবে। এই আবহে পূর্ব কাঁথি লোকসভার মুগবেড়িয়া এলাকায় ১১২ নম্বর বুথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। সেখানের স্থানীয় বিজেপি নেতারা এই দেওয়াল লিখনের কাজ করেছেন বলে অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী হিসেবে চাইছেন তাঁরা। এখন এই লোকসভা কেন্দ্রের প্রার্থী শিশির অধিকারী। অর্থাৎ শুভেন্দুর বাবা। তিনি অবশ্য এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তৃণমূল কংগ্রেস শিশির অধিকারীকে টিকিট দেবে না এটা একেবারে নিশ্চিত। বয়সের ভারে এবং অসুস্থতার জেরে বিজেপিও টিকিট তাঁকে দেবে না বলেই খবর। তাই এখন থেকেই বিজেপি নেতারা শুভেন্দুকে সাংসদ হিসাবে প্রজেক্ট করতে চাইছে। আগে তমলুকের সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারী। সেটা তৃণমূল কংগ্রেসের টিকিটে। পরে তিনি সাংসদ পদ থেকে সরে রাজ্যের মন্ত্রী হওয়ায় তমলুকের সাংসদ হন দিব্যেন্দু অধিকারী। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন?‌ সেটা এখনই বলা যাচ্ছে না। তবে এমন দেওয়াল লিখন দেখে নানা গুঞ্জন তৈরি হচ্ছে।

কেমন গুঞ্জন তৈরি হয়েছে?‌ শুভেন্দু অধিকারী নিজে চান সাংসদ হতে। তাই নেতা ও কর্মীদের দিয়ে এমন কাজ করিয়েছেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। আবার শুভেন্দুর নিজের খাসতালুক কাঁথি হলেও পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় বিজেপিকে ধাক্কা দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই হয়তো এভাবে ড্যামেজ কন্ট্রোল করা হচ্ছে। কারণ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই জেলার দুই লোকসভা কেন্দ্রে বিজেপির জয় নিয়ে সংশয় বাড়ছে। কাঁথি, তমলুক লোকসভা কেন্দ্র জেতা কঠিন হবে কিনা সেটা সময় বলবে। তাই শুভেন্দু অধিকারীকে প্রার্থী করলে বিজেপির জয়ের সম্ভাবনা বাড়বে বলেই মনে করছেন নেতা–কর্মীরা।

আরও পড়ুন:‌ বাংলার আইএএস অফিসারদের নয়াদিল্লিতে তলব, অধীরের নেতৃত্বাধীন কমিটির ডাক

আর কী জানা যাচ্ছে?‌ এই ঘটনা নিয়ে বিজেপির কেউ মুখ খোলেননি। তবে তৃণমূল কংগ্রেসে এই দুই লোকসভা কেন্দ্র হেভিওয়েট প্রার্থী দেবে সেটা একেবারে নিশ্চিত। তবে কাদের প্রার্থী করা হবে সেটা অবশ্য ঘোষণা করা হয়নি। যদি বিজেপি কাঁথি লোকসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে তাহলে এটা নিঃসন্দেহে নজরকাড়া কেন্দ্র হয়ে উঠবে। নন্দীগ্রামের বিধায়ক এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ আস্থাভাজন। কিন্তু তারপরও লোকসভা নির্বাচনের টিকিট পাবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তবে সম্ভাবনা জিইয়ে রইল।

বন্ধ করুন