বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এক্স হ্য়ান্ডেলে একটা ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে একজন পুলিশ কর্তা চিৎকার করে বলছেন আমায় ধর্ম তুলে কথা বললেন। কেন আমায় খলিস্তানি বললেন? আমি পাগড়ি পরি বলে খলিস্তানি বললেন কেন? পাগড়ি পরিহিত সেই পুলিশ কর্তা হলেন যশপ্রীত সিং। কিন্তু কে এই যশপ্রীত সিং?
সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালির ঘাট। সেখানেই ডিউটিতে ছিলেন ওই আইপিএস। এদিকে তৃণমূলের অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই আইপিএসকে নিশানা করে খলিস্তানি বলেছেন। তবে শুভেন্দু অধিকারী বিষয়টি অস্বীকার করেছেন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর মতে, কেউ এই ধরনের মন্তব্য করেননি। এনিয়ে প্রমাণ দেখান।
এবার জেনে নেওয়া যাক যশপ্রীত সিংয়ের পরিচয়। সন্দেশখালিতে রাজ্য পুলিশের তরফে যে টিম তৈরি করা হয়েছে শান্তি রক্ষার জন্য সেই টিমের অন্যতম মাথা হলেন ওই আইপিএস অফিসার। অত্যন্ত দক্ষ বলেই পরিচিত তিনি। ২০১৬ ব্যাচের আইপিএস। স্পেশাল সুপারিন্টডেন্ট আইবিতে কর্মরত বর্তমানে। সন্দেশখালির মতো সংবেদনশীল এলাকায় ডিউটিতে ছিলেন তিনি। সেই ডিউটিরত আইপিএসকে দেখেই বিজেপি খলিস্তানি বলে কটাক্ষ করেছেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এভাবে কোনও পুলিশ কর্তারা ধর্ম টেনে কথা বলা কতটা যুক্তিসংগত সেই প্রশ্ন উঠছে।
সূত্রের খবর, ওই আইপিএস এর আগে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। শিলিগুড়ি এসটিএফেও ছিলেন। বিধাননগর জোনের ডিসি হিসাবেও কাজ করেছেন। তিনিই ছিলেন সন্দেশখালিতে। কিন্তু পুলিশের বিরুদ্ধে ক্ষোভ থাকতেই পারে রাজনৈতিক নেতাদের। কিন্তু তাঁকে এভাবে কটাক্ষ করাটা কতটা যুক্তিসংগত? প্রশ্ন তুলেছেন অনেকেই।
মুখ্য়মন্ত্রী এই ঘটনায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিজেপির মতে পাগড়ি পরিহিত সকলেই খলিস্তানি। এরা শিখদের দেশের প্রতি ভালোবাসা ও বলিদানকে ভুলে গিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্য়ায় এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আজ বিজেপির বিভাজনের রাজনীতি ফের প্রকাশ্য়ে এল। সাংবিধানিক গন্ডিকে ছাপিয়ে গেল বিজেপির এই বিভাজনের রাজনীতি। বিজেপির মতে, পাগড়ি পরা সমস্ত মানুষই খলিস্তানি।
এভাবে শিখ ভাই বোনেদের খ্যাতিকে এভাবে নামিয়ে দেওয়ার ঘটনার নিন্দা করছি। দেশের প্রতি তাঁদের আত্মত্যাগের ঘটনা অস্বীকার করা যায় না।
শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, এই ধরনের মন্তব্য করি না। এই ধরনের কথা বলাকে আমরা কোনওভাবেই সমর্থন করি না। তিনি নিজের নম্বর বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন। আমরা কোনও ধর্মকে আক্রমণ করে কোনও দিন কিছু বলিনি, কোনওদিন কিছু বলবও না।
এদিকে এই ঘটনায় এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার জানিয়েছেন, বিরোধী দলনেতা যশপ্রীত সিংহকে খলিস্তানি বলেছেন। এটা অসংবেদনশীল, প্ররোচনা মূলক ও ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে। নিন্দা করছি। ২৯৫ এ ধারায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। একজন পাগড়ি পরেন বলে তিনি খলিস্তানি? …আমরা পদক্ষেপ নেব।