মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে এসেছে আফ্রিকার নামিবিয়ার চিতা। আর সিংহ আসবে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। সূত্রের খবর, আগ্রা ও হায়দরাবাদের চিড়িয়াখানা থেকে এই সিংহ বাংলায় আনার চেষ্টা চলছে। রাজ্যের তরফে এব্যাপারে ছাড়পত্র মিলেছে। এবার কেন্দ্রীয় জু অথরিটির ছাড়পত্র মিললেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সোমবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বন দফতরের আধিকারিকদের নিয়ে বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শন করেন। এরপরই তিনি এনিয়ে আশার কথা শোনান।
প্রকল্প বাস্তবায়িত হলে বেঙ্গল সাফারিতে যাওয়া বা দার্জিলিং বেড়াতে যাওয়ার পথে সিংহ দর্শন হতে পারে পর্যটকদের। পর্যটকরা খাঁচার মধ্যে থেকে বন্য জন্তুদের এখানে খোলা জায়গায় দেখা যাবে। এমনটাই ব্যবস্থা করা হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন বনমন্ত্রী। মন্ত্রী এদিন বিভিন্ন বন্যপ্রাণীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেন।
তবে শুধু সিংহ নয়, জেব্রা, শ্লথ বিয়ার সহ অন্যান্য প্রাণী আনার চিন্তাভাবনা চলছে। সাফারিতে গেলেই সিংহ দেখতে পাবেন পর্যটকরা। একেবারে ভিন্ন রকমের অনুভূতি হতে পারে। সেজন্য জঙ্গলকেও সেভাবে গড়ে তোলা হচ্ছে। নভেম্বর , ডিসেম্বর মাসের মধ্যে ছাড়়পত্র মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরই সিংহ আনার কাজ জোরকদমে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।