আগামী ২০ এপ্রিল (শনিবার) কি মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে? সেই দিনটা নিয়েই শুরু হয়েছে জল্পনা। যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফে আপাতত সেই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। অর্থাৎ পুরোটাই কানাঘুষোর পর্যায়ে আছে। তবে শেষপর্যন্ত ২০ এপ্রিল মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হলে পরীক্ষা-পর্ব মিটে যাওয়ার মাত্র ৬৮ দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হবে। গত বছর ৭৫ দিনের মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছিল। এবার যেহেতু নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনে হয়েছে, তাই আগেরবারের থেকে কম সময়েই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা যাবে বলে মত সংশ্লিষ্ট মহলের।
তবে এবার মাধ্যমিকের ফলাফল প্রকাশের আগে লোকসভা নির্বাচনের দিনক্ষণ নিয়েও ভাবনাচিন্তা করতে হচ্ছে পর্ষদকে। ১৯ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে যাচ্ছে। তারপর ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। আগামী ৪ জুন ভোটগণনা হবে। অর্থাৎ দুটি দফার ভোটগ্রহণের মধ্যে যে কোনও একদিন মাধ্যমিক ফলাফল ঘোষণা করা হতে পারে। আর সেটার নির্দিষ্ট দিনক্ষণ এখনও পর্ষদের তরফে জানানো হয়নি।
রেজাল্ট প্রকাশিত হলে কীভাবে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে?
১) wbresults.nic.in -তে যেতে হবে।
২) হোমপেজে মাধ্যমিকের রেজাল্টের লিঙ্ক (‘West Bengal Board of Secondary Exam Results 2024’) দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে।
৩) রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। লাগবে ‘ক্যাপচা’। তারপর ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
৪) তাহলেই মাধ্যমিকের রেজাল্ট দেখাবে।
মাধ্যমিকের ফলপ্রকাশের মধ্যে একাদশ শ্রেণির জন্য প্রস্তুতি
এবার যে পরীক্ষার্থীরা মাধ্যমিকে উত্তীর্ণ হবে, তারাই উচ্চমাধ্যমিক স্তরে সেমেস্টার প্রক্রিয়া চালু হওয়ার পরে প্রথম ব্যাচের পড়ুয়া হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক স্তরে সেমেস্টার প্রক্রিয়া চালু হচ্ছে। নয়া নিয়ম অনুযায়ী, একাদশ শ্রেণিতে দুটি সেমেস্টার হবে। দ্বাদশ শ্রেণিতে হবে দুটি সেমেস্টার। অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সেমেস্টার থাকবে।
এখন যেমন দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হিসেবে একটি উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়, ২০২৬ সাল থেকে সেরকম হবে না। সেমেস্টারের ভিত্তিতে সার্বিকভাবে উচ্চমাধ্যমিকের নম্বর যোগ করা হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী, প্রথম এবং তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হবে নভেম্বরে। আর মার্চে হবে দ্বিতীয় এবং চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। আর প্রতিটি সেমেস্টারে পাশমার্ক থাকবে। সেই নম্বর পেলেই তবে পরবর্তী সেমেস্টারের ছাড়পত্র মিলবে।