টোকাটুকিতে বাধা দেওয়ায় মাধ্যমিক পরীক্ষার শেষ দিন পরীক্ষাকেন্দ্র ভাঙচুরের অভিযোগ উঠল পরীক্ষার্থীদের বিরুদ্ধে। টেবিল চেয়ারের পাশাপাশি বেঁকিয়ে দেওয়া হয় ফ্যানের ব্লেড। শিক্ষকদের দাবি, অনেকবার বললেও কোনও কথা কানে তোলেনি উৎশৃঙ্খল ওই পরীক্ষার্থীরা। ঘটনা উত্তর দিনাদপুরের ইটাহার উচ্চ বিদ্যালয়ের।
শনিবার ছিল মাধ্যমিকের শেষ পরীক্ষা। বিষয় ছিল ভৌত বিজ্ঞান। ইটাহার হাই স্কুলে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছিল বানবোল উচ্চবিদ্যালয়, মারনাই উচ্চ বিদ্যালয়, কাপাশিয়া উচ্চ বিদ্যালয় ও দিগনা হাইস্কুলের। শনিবার পরীক্ষা শুরুর আগেই বিগত পরীক্ষাগুলিতে টোকাটুকিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর শুরু করে একদল পরীক্ষার্থী। বার বার বললেও ওই ছাত্ররা কোনও কথা কানে তোলেনি। ঘড়ি, চেয়ার টেবিল ভাঙচুর করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডাকতে হয় প্রধান শিক্ষককে। ইটাহার থানার আইসির নেতৃত্বে বিশাল বাহিনী গিয়ে ছাত্রদের থামায়।
প্রধান শিক্ষক সুব্রত ধর বলেন, ‘আজ মাধ্যমিকের শেষ পরীক্ষা ছিল। শেষ দিনে পরীক্ষা শুরুর আগেই ক্লাসরুম ভাঙচুর শুরু করে কাপশিয়া ও দিগনা স্কুলের একদল ছাত্র। এদের সঙ্গে বই খাতার কোনও সম্পর্ক নেই। ভাঙচুরে বিদ্যালয়ের বিপুল ক্ষতি হয়েছে।’