আজ, রবিবার সারাদিন এবং রাত ১২ পর্যন্ত বন্ধ থাকবে মাঝেরহাট ব্রিজ। আর তার জেরে সাধারণ মানুষকে বেশ সমস্যায় পড়তে হবে বলে মনে করা হচ্ছে। যদিও রবিবার হওয়ায় খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। তার উপর রাজ্যে এখন তীব্র দাবদাহে ফুটছে। তাই ছুটির দিন বাড়ি থেকে খুব একটা মানুষ বেরচ্ছেন না। জোকা–বিবাদী বাগ মেট্রো লাইন সম্প্রসারণের কাজ চলছে মাঝেরহাট ব্রিজ বন্ধ করে। আর তাই শনিবার রাত ১১টা থেকেই বন্ধ করা হয়েছে মাঝেরহাট ব্রিজ। আজ, রবিবার রাত ১২টা পর্যন্ত এই ব্রিজ বন্ধ থাকবে। সোমবার থেকে যানবাহন যাতায়াত করতে পারবে বলে মনে করা হচ্ছে।
এদিকে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুটেরও ব্যবস্থা করা হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, শনিবার থেকে জোকা–বিবাদী বাগ মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ চলছে। এই মাঝেরহাট ব্রিজের পাশ দিয়ে একটি মেট্রো লাইন তৈরি করা হচ্ছে। সেখানে লাইন সংযোগ করার জন্য গার্ডার বসানো হবে। এই গার্ডার বসানোর কাজ বেশ সময়সাপেক্ষ। তার জন্যই আজ রবিবার সারাদিন এবং রাত ১২টা পর্যন্ত মাঝেরহাট ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে মোট তিনটি গার্ডার আনা হয়েছে। যা আজ মেট্রোর স্তম্ভের উপর বসানো হবে।
অন্যদিকে বিকল্প পথে যাতায়াতের ব্যবস্থা করেছে ট্র্যাফিক বিভাগ। মাঝেরহাট ব্রিজ বন্ধ রাখতে হওয়ায় কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণা থেকে আসা গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কলকাতা থেকে যাওয়ার সময় গাড়িগুলিকে মোমিনপুর থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর আলিপুর থেকে যাওয়া গাড়িগুলি চেতলা রোড ধরে দুর্গাপুর ব্রিজে উঠবে। এমন ব্যবস্থা করা হয়েছে। তবে এই সমস্যা দ্রুত মিটে যাবে বলে মনে করা হচ্ছে। আজ রাত ১২টা পর্যন্ত সময়ের মধ্যে যদি কাজ হয়ে যায় তাহলে সোমবার থেকে সমস্যা থাকবে না। কিন্তু যদি তা না হয় তাহলে সপ্তাহের প্রথম ব্যস্ততার দিনে বড় ট্র্যাফিক সমস্যা দেখা দেবে।
আর কী জানা যাচ্ছে? দক্ষিণ ২৪ পরগণা থেকে যে গাড়িগুলি কলকাতার দিকে আসছে সেগুলিকে তারাতলা মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে গাড়িগুলি নিউ আলিপুর হয়ে দুর্গাপুর ব্রিজে উঠে যাবে। মাঝেরহাট ব্রিজের বিকল্প হিসাবে এই পথগুলিই অবলম্বন করা হচ্ছে। আজ সারাদিন মোমিনপুর–তারাতলা–চেতলা রুটকেই ব্য়বহার করা হবে বিকল্প হিসাবে। দুর্গাপুর ব্রিজই সেক্ষেত্রে মূল মাধ্যম হিসাবে কাজ করবে। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আজ রবিবার অন্যান্য দিনের থেকে যানবাহন চলাচল অনেক কম থাকবে। তাই আজ মেট্রোর গার্ডার বসানোর কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বন্ধ থাকছে মাঝেরহাট ব্রিজ।