নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজোড়া শোরগোলের মধ্যে ভুয়ো নিয়োগপত্র নিয়ে মালদা মেডিক্যাল কলেজে চাকরিতে যোগদান করতে এসে ধরা পড়লেন ১ যুবক। ধৃত প্রকাশ সাহা হবিবপুরের বুলবুলচণ্ডীর বাসিন্দা। তাঁকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনার পিছনে বড়সড় চক্র রয়েছে বলে অনুমান পুলিশের।
মালদা মেডিক্যাল কলেজের সুপার পুরঞ্জয় সাহা বলেন, সোমবার ২ যুবক করণিকের পদে যোগ দিতে নিয়োগপত্র নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালে করণিক পদে নিয়োগ হবে এমন কোনও খবর আমার কাছে ছিল না। তাদের নিয়োগপত্র খতিয়ে দেখে বুঝতে পারি সেগুলি জাল। এর পর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে একজনকে গ্রেফতার করে। তিনি জানিয়েছেন, মাঝে মাঝেই জাল নিয়োগপত্র নিয়ে হাসপাতালে হাজির হন যুবকরা।
ধৃত প্রকাশ সাহা নিয়োগপত্রের বিনিময়ে টাকা দেওয়ার কথা অস্বীকার করেছে। বুধবার তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, যে নিয়োগপত্র উদ্ধার হয়েছে তা কোনও কাঁচা হাতের কাজ নয়। কারা এই চক্রে জড়িত তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। তবে নিয়োগ দুর্নীতি নিয়ে এত শোরগোলের মধ্যে কার এত সাহস হল সেই প্রশ্নও উঠছে এসই সাথে।