পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বিস্ফোরক দাবি করল তদন্তকারী সংস্থা ED. তাদের দাবি, টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন, তারা দিনের পর দিন কর্মক্ষেত্রে হাজির না থেকেও বেতন পেয়েছেন। সেজন্য রাজ্যের ১০টি পুরসভার হাজিরার বায়োমেট্রিক ডেটা চেয়ে পাঠিয়েছেন ইডির গোয়েন্দারা। এছাড়া অন্যকে চাকরি কিনে দেওয়ার প্রমাণ পেয়েছে ইডি।
ইডি সূত্রে খবর, রাজ্যে শুধু পুরসভায় টাকার বিনিময়ে নিয়োগই হয়নি, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাঁরা কর্তব্যে চরম গাফিলতি করেছেন। দিনের পর দিন কর্মক্ষেত্রে হাজির না থেকে বেতন পেয়েছেন তাঁরা। পুরসভাগুলির হাজিরা খাতা খতিয়ে দেখে এব্যাপারে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। তবে পুরপ্রধানদের দাবি, হাজিরা হয়েছে বায়োমেট্রিক পদ্ধতিতে। তাই খাতায় তার উল্লেখ নেই। এর পরই ১০টি পুরসভার হাজিরার বায়োমেট্রিক ডেটা চেয়ে পাঠিয়েছেন ইডির তদন্তকারীরা।
ইডির তদন্তকারীদের অনুমান, প্রভাবশালীদের মদতেই কর্মক্ষেত্রে হাজির না থেকেও মাসের পর মাস বেতন পেয়েছেন তাঁরা। কামারহাটি, দক্ষিণ দমদম, পানিহাটি, বারাকপুরে সব থেকে বেশি বেনিয়ম হয়েছে।
ইডির তদন্তকারীরা আরও জানাচ্ছেন, তদন্তে তাঁরা জানতে পেরেছেন, এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে যিনি চাকরি পেয়েছেন তিনি টাকা দেননি। টাকা দিয়েছেন অন্য কেউ। তিনি ঘনিষ্ঠ কোনও ব্যক্তিকে টাকার বিনিময়ে চাকরি কিনে দিয়েছেন। এই কাজ করার পিছনে যিনি টাকা দিয়েছেন তার কী স্বার্থ রয়েছে তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
ইডির তদন্তকারীদের অনুমান, জ্যোতিপ্রিয় যেমন নিজের বাড়ির পরিচারক রামস্বরূপকে কৃষি দফতরে চাকরি পাইয়ে দিয়েছিলেন, তেমনই শাসকদলের নেতারা তাদের অনুগামীদের চাকরি কিনে দিয়েছিলেন। মাথায় তৃণমূল নেতাদের হাত থাকায় তাঁরা কর্মক্ষেত্রে হাজির না হয়েও দিনের পর দিন বেতন পেয়ে গিয়েছেন।