বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > স্বামীর অনুপস্থিতিতে গভীর রাতে মহিলার বাড়িতে গিয়েছিলেন বৃদ্ধ, পরিণতি হল ভয়ানক

স্বামীর অনুপস্থিতিতে গভীর রাতে মহিলার বাড়িতে গিয়েছিলেন বৃদ্ধ, পরিণতি হল ভয়ানক

প্রতীকি ছবি।

কর্মসূত্রে তাই তিনি কামালপুরেই থাকতেন। রবিবার রাত ১১টা নাগাদ কামালপুরের মিনতি মাহাতো নামে এক মহিলার বাড়ি যান তিনি। মিনতিদেবীর স্বামী প্রবাসী শ্রমিক। গভীর রাতে মিনতির ঘরে প্রবীরবাবু ঢোকায় প্রতিবাদ করেন মহিলার ভাসুর কাশীনাথ মাহাতো

পরকীয়া সম্পর্কের জেরে দক্ষিণ দিনাজপুরের পতিরামে খুন হলেন এক বৃদ্ধ। নিহত প্রবীর দত্ত (৬২) পেশায় বেআইনি বিদ্যুৎ সংযোগ কারবারি। বালুরঘাট শহরের অগ্নিশিখা ক্লাব পাড়ায় বাড়ি তাঁর। তবে কর্মসূত্রে কামালপুরে থাকতেন তিনি। সোমবার সকালে মাঠ থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এক মহিলা ও তাঁর ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, প্রবীর দত্ত এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করতেন। বিদ্যুৎ না থাকলে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ পৌঁছে দিতেন তিনি। কর্মসূত্রে তাই তিনি কামালপুরেই থাকতেন। রবিবার রাত ১১টা নাগাদ কামালপুরের মিনতি মাহাতো নামে এক মহিলার বাড়ি যান তিনি। মিনতিদেবীর স্বামী প্রবাসী শ্রমিক। গভীর রাতে মিনতির ঘরে প্রবীরবাবু ঢোকায় প্রতিবাদ করেন মহিলার ভাসুর কাশীনাথ মাহাতো। এই নিয়ে দুজনের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। এর পর কাশীনাথবাবুকে লাঠি দিয়ে পেটাতে থাকেন প্রবীর। এতে কাশীনাথবাবুর মাথা ফেটে যায়। প্রতিশোধ নিয়ে পালটা হামলা চালান কাশীনাথ। লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন তাঁকে। এতে ঘটনাস্থলেই প্রবীরবাবুর মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পতিরাম থানার পুলিশ। দেহ উদ্ধার করে বালুরঘাটে ময়নাতদন্তে পাঠায় তারা। সঙ্গে আটক করা হয় মিনতি ও কাশীরামকে। পরে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।

 

বন্ধ করুন