গুজরাটের বিরুদ্ধে আইপিএলে পরপর দুই ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গেই লিগ টেবিলে কিছুটা উন্নতি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এখন আর তাঁরা লাস্ট বয় নন। লিগের শেষ ল্যাপে এসে বিরাটদের দলের বোলিং লাইন আপ ঘুরে দাঁড়িয়েছে। আগের মতো লক্ষ্যহীন বোলিং আর করছে না যশ দয়াল, মহম্মদ সিরাজরা। তুলনায় সংযত বোলিং আসছে। পরপর দুই ম্যাচেই আরসিবি হারিয়েছে গুজরাটকে। গত দুবছরের অন্যতম সফলতম দল এবার খেই হারিয়ে ফেলেছে আরসিবির বিপক্ষে। অবশ্য গত ম্যাচে বিরাটরা যেভাবে জিতেছেন, তাতে রক্তচাপ বেড়ে গেছিল সমর্থকদের। অযথা ঝুঁকি নিয়ে নির্বিষ ম্যাচে অতিরিক্ত টেনশন নিয়ে ফেলেছিল বিরাটের দল।
বিনা উইকেটে ৯০ রান পার করে দেওয়ার পর সকলেই ধরে নিয়েছিল ১৪৮ রানের টার্গেট সহজেই চেজ করে নেবে আরসিবি। কিন্তু হঠাৎই ব্যাটাররা দর্শকদের চাপা উত্তেজনা দিতে আসরে নামলেন। ব্য়স, ৯২ রানে শূন্য উইকেট থেকে কয়েক মিনিটের মধ্যে ১১৭ রানে ৬ উইকেট হয়ে গেল। অবশ্য বর্ষিয়ান দীনেশ কার্তিক এযাত্রায় রক্ষা করে দিয়েছেন আরসিবিকে। বিরাট কোহলি ম্যাচে ৪২ রান করেন, অধিনায়ক ফ্যাফ করেন ৬৪ রান। ম্যাচের পর গুজরাটের ক্রিকেটারকে বিরাট দিলেন এক সুন্দর উপহার।
আরও পড়ুন-হঠাৎই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, মারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো
চলতি আইপিএলে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে আইপিএলের এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক বিরাটের থেকে টুকিটাকি আবদার করছেন ক্রিকেটাররা। রিঙ্কু সিং ব্যাট পেয়েছিলেন, এরপর সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার শাহবাজ আহমেদও পান বিরাটেই সই করা ব্যাট। এবার গতকালের ম্যাচে বিরাটকে আউট করা নূর আহমেদও পেলেন তাঁর থেকে উপহার।
আরও পড়ুন-IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার
১৯ বছর বয়সী নূর আহমেদের বলেই ম্যাচের ১১তম ওভারে আউট হয়েছিলেন কোহলি। তখন দলে টেনশন শুরু হয়ে গেছিল। এরপর দল জিততেই নূরের বোলিংয়ের প্রশংসা করলেন কোহলি। ম্যাচে ২ উইকেট নেওয়ার নূরকে একটি জার্সিতে সই করে বিরাট লেখেন, 'খুব ভালো বোলিং করেছ। আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল'। সেই জার্সির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আফগান স্পিনার।
উপহার পেয়ে পাল্টা বিরাটকে ধন্যবাদ জানিয়ে আফগান স্পিনার লিখেছেন, সব সময়ই আমার অন্যতম সেরা একজন। ধন্যবাদ বিরাট কোহলি।