আইপিএলের শেষেই শুরু হয়ে যাচ্ছে বহুকাঙ্খিত টি২০ বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আসর বসতে চলেছে ২০ ওভারের এই বিশ্বকাপের। সব দলই তাঁদের সেরা স্কোয়াড বেছে নিয়েছে। সেই মতো শুরু করে দিয়েছে প্রস্তুতি। যেমন ইংল্যান্ড ক্রিকেটাররা বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে, তেমন নিউজিল্যান্ডও পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলে নিজেদের শক্তি যাচাই করে নিয়েছে। ভারত অবশ্য ব্যতিক্রম, কারণ তাঁদের সব ক্রিকেটারই আইপিএলে নিজেদের শক্তি প্রদর্শন করছেন এবং প্রস্তুতি নিচ্ছেন।
এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএলের মাঝপথেই দলের পেসার মুস্তাফিজুর রহমানকে দেশের হয়ে খেলার জন্য ডেকে পাঠিয়েছে। ফলে আইপিএলে তাঁকে পাওয়া যাবে না। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়েই বোমা ফাটালেন বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসান। গত বিশ্বকাপে ভারতের মাটিতে অধিনায়কত্ব করলেও বাংলাদেশ দল চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। এবারও তাঁদের থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন না এই অলরাউন্ডার, তাঁর মতে টি২০ বিশ্বকাপের আগে ঠিক মতো প্রস্তুতির সুযোগ পেলেন না ক্রিকেটাররা।
আরও পড়ুন-হঠাৎই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, মারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো
বর্তমানে বাংলাদেশ দল জিম্বাবোয়ের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে ব্যস্ত। অথচ এই জিম্বাবোয়ে দল তো টি২০ বিশ্বকাপ খেলার সুযোগই পায়নি। এরপর আরেক আনকোরা দল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ, আর তাতেই চটেছেন প্রাক্তন অধিনায়ক। এরকম নিম্নমানের দলের সঙ্গে খেলে কখনও টি২০ বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া যায় কিনা সেই প্রশ্নই করেছেন শাকিব।
ঢাকায় এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের শাকিব আল হাসান বলেন,' জিম্বাবোয়ে আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়। বিশ্বকাপ পুরো আলাদা একটা মঞ্চ, অনেক চাপ থাকে। সেই চাপ কাটিয়ে উঠলেই ভালো পারফরমেন্স হবে। তবে গতবারের থেকে এবারের পারফরমেন্স ভালো করার চেষ্টা তো থাকবেই দলের, সেক্ষেত্রে গ্রুপ লিগে তিনটে ম্যাচ জিততেই হবে। আমেরিকার পরিবেশ যেহেতু আমাদের অজানা, তাই সেখানে তাঁদের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত মেনে নেওয়া যায়, কিন্তু একদম দুর্বল প্রতিপক্ষদের বিপক্ষে খেলে কখন শক্তিশালী দলের বিরুদ্ধে নামার প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। গতবার নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছিলাম'।
আরও পড়ুন-IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার
উল্লেখ্য এবারে টি২০ বিশ্বকাপে দঃ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।