দলীয় প্রধানের বিরুদ্ধেই অনাস্থা আনল তৃণমূলের পঞ্চায়েত সদস্য়রা। সংখ্যাগরিষ্ঠ সদস্য়ের সম্মতিতে প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হল নাহারুল শেখকে। মালদার মানিকচক ব্লকের ধরমপুর গ্রামপঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েতে আসন সংখ্যা ৭। প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন দলেরই চারজন সদস্য। বৃহস্পতিবার তলবি সভা হয়। সেখানে অনাস্থার পক্ষে চারজন উপস্থিত ছিলেন। প্রধান সহ বাকিরা ছিলেন না। এরপর সংখ্যাগরিষ্ঠের উপস্থিতিতে অনাস্থা পাশ হয়ে যায়। এদিন অশান্তি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন ছিল। অনাস্থার পক্ষে উপপ্রধান বলাই সাহা বলেন, সদস্যদের অন্ধকারে রেখেই কাজ করতেন প্রধান। সংখ্যাগরিষ্ঠের উপস্থিতিতে অনাস্থা গৃহীত হয়েছে। অপর এক সদস্য রবিউল ইসলামের দাবি, দলের প্রধান হলেও তিনি দলের সদস্যদের নিয়ে চলেন না। দলের অঞ্চল নেতৃত্বকে জানিয়েই তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। আগামীদিনে সকলের সম্মতিতে প্রধান পদে নতুন ব্যক্তিকে বসানো হবে।
এদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, প্রধান সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারছিলেন না। অন্যান্য সদস্যদের তিনি গুরুত্ব দিতেন না। সেকারণেই নানা সমস্যা তৈরি হচ্ছিল। তবে এবার প্রধান পদে নতুন মুখ আনা হবে যিনি সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে গোটা ঘটনায় নাহারুল শেখের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।