গরম কাল মানেই আম। আর সেই আম যদি হয় মালদার, তবে তো কথাই নেই। কিন্তু মালদার বাজার ঘুরে আম কেনার মতো পরিস্থিতি থাকে না অনেকেরই। তবে এবার আম প্রিয় রেলযাত্রীদের জন্য খুশির খবর। আম কেনার এবার সুযোগ মিলবে মালদা টাউন স্টেশনে। এমনটাই পরিকল্পনা নিয়েছে রেল।এবার স্টেশন থেকেই আম কিনতে পারবেন যাত্রীরা। আগামী ১৫দিনের জন্য মালদা টাউন স্টেশনে চালু হয়েছে এই আম বিক্রির স্টল। শনিবার থেকে এই স্টল চালু হয়েছে মালদা টাউন স্টেশনে। পূর্ব রেলের মালদহ ডিভিশন সূত্রে খবর, এই আমের স্টল থেকে প্রয়োজনে আম কিনতে পারবেন সাধারণ যাত্রীরা। ঠিক যেমন ভাগলপুর স্টেশনে খোলা হচ্ছে ভাগলপুরী সিল্কের স্টল।
রেলমন্ত্রক সূত্রে খবর, এক স্টেশন, এক প্রোডাক্ট প্রকল্পের আওতায় মালদহ স্টেশনে এই আমের স্টল খোলা হয়েছে। কিন্তু কেন হঠাৎ করে মালদা স্টেশনে আমের স্টল খোলার উদ্য়োগ? স্থানীয় ও রেলমন্ত্রক সূত্রে খবর, মালদার আম জগৎ বিখ্যাত। মালদার লোভনীয় আমের জন্য মুখিয়ে থাকেন অনেকেই। মালদার উপর দিয়ে ট্রেনগুলো যখন যায় তখনও অনেকের মনে পড়ে যায় আমের কথা। এদিকে গরমকালে স্টেশনে আম বিক্রির প্রবণতা রয়েছে। কিন্তু ভালো জাতের বাছাই আম পাওয়া যাবে এবার আম স্টলে। এতে আম চাষিরাও খুশি। মূলত যেখানে যেটি বিখ্যাত সেটিকে প্রমোট করার উদ্যোগ নেওয়া হচ্ছে।