ভোট হিংসায় নিহতদের মধ্যে ১৯ জনের পরিবারের সদস্যকে চাকরি দিতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার নবান্ন থেকে এই ঘোষণাকে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, ভোট হিংসায় যে বিজেপি কর্মীরা মারা গিয়েছেন তাঁদের পরিবার চাকরি পাবে কি? সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, দলের ভিতর চাপের মুখে পড়ে বেছে বেছে নিহত দলীয় কর্মীদের পরিবারকে চাকরি দিতে চলেছে তৃণমূল সরকার।
শনিবার সকালে বহরমপুরে দিলীপবাবু বলেন, ‘আমাদের তো প্রায় ১০ – ১৫ জন মারা গেছে। বিধানসভা থেকে ধরলে প্রায় ৬০ – ৭০ জন মারা গেছে। সেগুলো কি ধরা হবে? মাঝেমাঝেই উনি বিবৃতি দেন। কত জনকে চাকরি দিয়েছেন? প্রতিদিন পশ্চিমবঙ্গে মানুষ খুন হচ্ছে। তাদের কী হবে? চাকরি দিতে হবে না। খুনোখুনি বন্ধ করুন। উনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। এটা ওনার দায়িত্ব। এই হিংসা ও দুর্নীতি ২টো বন্ধ করলে বাংলা অনেক এগিয়ে যাবে’।
সুজনবাবু বলেন, ‘মনে হয় দলের ভিতরে ওনার ওপর চাপ তৈরি হয়েছে। দলীয় কর্মীরা প্রশ্ন করছেন, দলের হয়ে ভোট লুঠ করতে গিয়ে যারা মারা গেল তাদের পরিবারের কী হবে? তাই বেছে বেছে তৃণমূল কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ব্যবস্থা হচ্ছে।’