শিক্ষকদের মারধরের ঘটনায় খবরের শিরোনামে উঠে এসেছিল নরেন্দ্রপুরের মন্মথনাথ বিদ্যামন্দির। সেক্ষেত্রে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ক্লাসের মধ্যেই নির্যাতনের অভিযোগ উঠেছিল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। অবশেষে সেই শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। গত ১০ জানুয়ারি মন্মথনাথ বিদ্যামন্দিরের ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছিল নরেন্দ্রপুর থানায়। জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার রানিয়া থেকে বৃহস্পতিবার ভোররাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ নরেন্দ্রপুরের ঘটনায় কড়া পদক্ষেপ, স্কুলের প্রধান শিক্ষককে সাসপেন্ড করল পর্ষদ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করার পাশাপাশি স্থানীয় সূত্রে জানতে পেরে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। জানা যায়, অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল ওই শিক্ষক। প্রথমে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পালিয়ে যায়। পরে সেখান থেকে বীরভূমে পালিয়ে যায় শিক্ষক। পুলিশের হাত থেকে বাঁচতে আরও একাধিক জায়গায় পালিয়ে বেড়ায় ওই শিক্ষক। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত শিক্ষক।
গ্রেফতারের পর বৃহস্পতিবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে তার পুলিশ হেফাজোতের নির্দেশ দেন বিচারক। নির্যাতিতা একজন কিশোরী হওয়ায় শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। এদিকে, ইতিমধ্যেই নির্যাতিতা কিশোরীর গোপন জবানবন্দি নিয়েছে পুলিশ। তবে যাবতীয় অভিযোগ করেছে অভিযুক্ত শিক্ষক। তার বক্তব্য, তাকে ফাঁসানো হয়েছে। তাকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে খবরের শিরোনামে উঠে এসছিল নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির। স্কুলের মধ্যে ঢুকে শিক্ষকদের মারধর করা হয়েছিল। অভিযোগ ওঠে, সকালে স্কুলে ক্লাস চলছিল। সেই সময় প্রায় ২০ জন শিক্ষক শিক্ষিকা টিচার্স রুমে বসে ছিলেন। আবার অনেক শিক্ষক শিক্ষিকা ক্লাসে ছিলেন। তখন বাইরে থেকে ২০ জন লোক এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এরপর তারা টিচার্স রুমে ঢুকে গিয়ে শিক্ষক এবং শিক্ষিকাদের উপর আচমকা হামলা চালায়। লণ্ডভণ্ড করে দেয় টিচার্স রুম। মূলত ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে এই হামলা চালানো হয়। সেই শিক্ষক এবার গ্রেফতার হল।