গেরুয়া বসন পরিহিতা এক অধ্যাপিকার ছবি ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। একদিকে তিনি সন্ন্যাসিনী। তবে আরও একটি পরিচয় তাঁর রয়েছে। তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্য়াপিকা। তিনি ডঃ রুমকি সরকার। ২০১৬ সাল থেকে তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। আসল বাড়ি বর্ধমানে। তবে আপাতত রায়গঞ্জের বীরনগরের ভাড়া বাড়িতে তিনি থাকেন।
সূত্রের খবর মহারাষ্ট্রের নাসিকের কাছে এক গুরুদেবের কাছে তিনি সন্ন্যাস নিয়েছেন। একেবারে সন্ন্যাসিনীর জীবন যাপন করবেন তিনি। পরনে গেরুয়া বসন। মাথার চুলে জট পড়ে গিয়েছে। ত্য়াগের মূর্ত প্রতীক। তবে একদিনে আচমকা তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমনটা নয়। দীর্ঘদিন ধরে তিনি এই জীবনচর্চা করেছেন। এমনটাই তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন। তবে তিনি তাঁর কর্মজীবন থেকে সরে আসছেন না। আধ্যাত্মিকতার পথে তিনি থাকবেন। গেরুয়া বসন পরেই যাবেন বিশ্ববিদ্যালয়ে। ক্লাসও নেবেন এমনটাই সূত্রের খবর।
এদিকে বিশ্ববিদ্যালয়ে তাঁকে নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। তবে তাঁর জীবনদর্শনের প্রতি শ্রদ্ধাশীল সকলেই। তিনি যে বিশ্ববিদ্যালয় ত্যাগ করে যাচ্ছেন না এটা অনেকের কাছেই যথেষ্ট খুশির। বিশ্ববিদ্য়ালয়ের একাংশের মতে, তাঁর গলায় রুদ্রাক্ষের মালা থাকত। আধ্যাত্মিক জীবন চর্চায় অভ্যস্ত ছিলেন তিনি। কিন্তু এভাবে সন্ন্যাসিনী হয়ে যাবেন তা ভাবেননি কেউ।