'নিগ্রহের আশঙ্কায়' ক্যাম্পাসে যাওয়া বন্ধ করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। এবার একই অভিযোগ তুললেন রায়গঞ্জের অস্থায়ী উপচার্য দীপককুমার রায়। দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে গেলেও সেখানে কাজ করে পারেছেন না। এরই মধ্যে তাঁকে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে।
রাজ্যপালের নির্দেশে মাত্র সাত দিন হল তিনি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তার থেকে নির্বিঘ্নে কাজ করতে পারছেন না তিনি। টিভি নাইন বাংলাকে সাক্ষাৎকারে এই অভিযোগ জানিয়েছেন তিনি। উপাচার্য বলেন,'মাত্র সাত দিন হল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি। আস্তে আস্তে সব সমস্যার সমাধান করার চেষ্টায় আছি।আমি চাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসুক।'
(পড়তে পারেন। নিগৃহীত হতে পারেন, আশঙ্কায় ক্যাম্পাসে যাওয়া বন্ধ করলেন রবীন্দ্রভারতীর উপাচার্য)
যোগ দেওয়া সাত দিনের মধ্যে তিনি বিক্ষোভের মুখে পড়েছেন। মঙ্গলবার তৃণমূল শিক্ষাবন্ধু সংগঠন বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রতীকী বিক্ষোভ দেখায়। তাদের দাবি, ‘বিজেপির ঝাণ্ডা ধরা উপাচার্যকে মানছি না।’ উপচার্য বিক্ষোভকারীদের সঙ্গে কথাও বলেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও অন্যান্য একাধিক বিষয় নিয়ে তারা অভিযোগ জানান। উপাচার্য তাদের সমস্যা মেটানোরও আশ্বাস দেন। তিনি বলেন,'নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে অভিযোগ ২০১৫ সাল থেকে। তখনও আমি বিশ্ববিদ্যালয়ে যোগ দিইনি। আইনগত দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিই।' তাঁর আশঙ্কা আগামী দিনে আগামী দিনে কাজ করতে গিয়ে ফের সমস্যায় পড়তে পারেন।
ক্যাম্পাসে গেলে নিগৃহীত হতে পারেন এই আশঙ্কায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় যাওয়া বন্ধ করেছেন অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। রাজ্যপালই তাঁকে নিয়োগপত্র দিয়েছিলেন সেই রাজ্যপালকেই চিঠি দিয়ে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন উপাচার্য। তাঁকে আপাতত বাড়ি থেকেই কাজ করতে বলেছেন আচার্য। এবার একই অভিযোগ জানালেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।