মালদায় একই দিনে ধর্ষণ করে খুনের ২টি অভিযোগ প্রকাশ্যে এল। তাদের মধ্যে একটি ঘটনায় এক নাবালিকার মাথা থেঁতলানো দেহ উদ্ধার হয়েছে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জেলায় একের পর এক একই ধরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওল্ড মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিত্যক্ত ইটভাটায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মাথা থেঁতলানো দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছেন আদিবাসী ওই কিশোরী গ্রামের বাঁধনা পরবে যোগ দিতে গিয়েছিল। সন্ধ্যায় ইটভাটায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মালদহ থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরিচয় যাতে প্রকাশ্যে না আসে সেজন্য ভারী জিনিস দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছে মাথা।
আরও পড়ুন: ‘সন্দেশখালির সমাধান হল আফস্পা’, এক্স হ্যান্ডেলে বিজেপিকে বড় পরামর্শ তথাগতর
বৈষ্ণবনগর থানার চরি-অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের দুই শত বিঘি গ্রামের ভুট্টা খেতে এক গৃহবধূর গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। নিহতের নাম মৌসুমী মণ্ডল (৩৫)। ছাগল চরাতে গিয়ে তাঁর দেহ দেখতে পায় ২ কিশোর। পরিবারের তরফে জানানো হয়েছে, চার দিন আগে বাপের বাড়ি গিয়েছিলেন ওই মহিলা। শুক্রবার তিনি পারিবারিক জমি দেখভাল করতে মাঠে যান। তার পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দেহ উদ্ধার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান পরিবারের।
আরও পড়ুন: মেট্রোর কাজ- ট্রায়ালের পরে চিংড়িঘাটায় ৭৫ দিনের ‘ব্লক’, এখন কোন পথে যাবে গাড়ি?
মৃতের দাদা জানিয়েছেন, বোন অসুস্থ বাবাকে দেখতে তিন দিন আগে এসেছিল। আজ ও জমি দেখভাল করতে মাঠে যায়। ওকে যৌন নির্যাতনের পর গলায় হাঁসুয়ার কোপ দিয়ে খুন করা হয়েছে।