সরস্বতী পুজোর দিন মর্মান্তিক দুর্ঘটনা। বহরমপুর কান্দি রাজ্য সড়কে চারাতলায় মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হল। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ একটি ডাম্পার বহরমপুর থেকে কান্দির দিকে তীব্র গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি স্কুটিতে গাড়িতে সজোরে ধাক্কা মারে। স্কুটিতে থাকা তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এই দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পথ অবরোধ বিক্ষোভ দেখাতে শুরু করে। কান্দি ও বহরমপুর রাজ্য সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ চলার পর বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পড়ুন। এবার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে র্যাগিংয়ের অভিযোগ, বহরমপুরে তোলপাড় কাণ্ড
পড়ুন। উচ্চ মাধ্যমিকের আগেই আত্মঘাতী পরীক্ষার্থী, শোকে আত্মহত্যা মায়েরও
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়ঞা অন্তর্গত গোপীনাথপুর গ্রামের বাসিন্দা হাসানুর রহমান তার স্ত্রী স্নেহেরুনেসা বিবি ওরফে সীমা খাতুন এবং ৮ বছরের বাচ্চা রাহাত শেখ নিয়ে স্কুটিতে করে বহরমপুর থেকে কান্দি বড়ঞার দিকে যাচ্ছিলেন। বহরমপুরের চারাতলা মোড়ে একটি ডাম্পার গাড়ি পিছন দিক থেকে স্কুটিতে ধাক্কা মেরে পিষে দেয়। ঘটনাস্থলে শিশু-সহ পরিবারের ৩ জনেরই মর্মান্তিকভাবে মৃত্যু।
পড়ুন। ভাতারে খাল পেরোতেই উলটে গেল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ১, আহত ২৩
পড়ুন। মেট্রোর জিএম–কে ঘিরে অভিযোগ জানালেন যাত্রীরা, স্টেশনে আছড়ে পড়ল ক্ষোভও
এই ঘটনায় এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়ে। ঘাতক লরিটিকে আটকে রেখে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের নিয়ন্ত্রণ না থাকায় প্রায়শই এই ধরনের দুর্ঘটনা ঘটে। বাসিন্দাদের অভিযোগ এর আগে ওই এলাকায় আরও ১৭ টি দুর্ঘটনা হয়েছে। রাস্তার উপর মাটি পড়ে থাকায় দুর্ঘটনা হচ্ছে। এ নিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুর হাসপাতালে পাঠিয়েছে।